যশোরের বসুন্দিয়ায় খুন করে পুকুরে লাশ ফেলে যাওয়া আসামি গ্রেফতার

0
0
মনিরুজ্জামান মিল্টনঃ পুলিশ সুপার মহোদয়ের নির্দেশ মতে জেলা গোয়েন্দা শাখার ওসি রুপন কুমার সরকার, পিপিএম এর তত্ত্বাবধানে এসআই মফিজুল ইসলাম, পিপিএম সঙ্গীয় এসআই জাকির হোসেন, এসআই আব্দুল্লাহ আল মামুন ও ফোর্সসহ গোপন তথ্যের ভিত্তিতে অদ্য ইং ২৪/০৬/২০২২ তারিখ বেলা ১৩:০০ ঘটিকার সময় কুমিল্লা জেলার চান্দিনা থানাধীন কাঠেরপুল এলাকায় সংশ্লিষ্ট থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে ভিকটিম রেজাউলকে হত্যা পরবর্তী তার হেফাজত থেকে চুরি করা ট্রাক,  মোবাইল ফোনসহ হেলপার হৃদয় (২৪) কে হাতে নাতে গ্রেফতার করতে সক্ষম হয়।
সে সময় দেখা যায়, হত্যা পরবর্তী ভিকটিমের নিকট থেকে চুরি করা ট্রাকটির রেজিঃ নম্বর হাতে লেখা রং দিয়ে নাম্বার পরিবর্তন করা।
গ্রেফতারকৃত আসামীর নাম ঠিকানাঃ
১. হৃদয় (২৪), পিতা- জসীম, মাতা- আলেয়া, সাং- পশ্চিম নথুরা, থানা- মানিকগঞ্জ সদর, জেলা- মানিকগঞ্জ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ভিকটিম রেজাউলের নিকট হৃদয়ের পাওনা টাকা চেয়ে না পেয়ে ক্ষোভে হত্যার পরিকল্পনা করে সাতক্ষীরা ভোমরা থেকে বসুন্দিয়া আসার পথে ইং ২১/০৬/২০২২ তারিখ রাত অনুমান ০২:০০ ঘটিকার সময় যশোর টু বসুন্দিয়া রোডে মোড়লী রেল ক্রসিং পার হওয়ার পর যেকোন স্থানে ড্রাইভার রেজাউল বিশ্রাম করার সময় ঘুমিয়ে পড়লে ঘুমন্ত অবস্থায় গলায় রশি দিয়ে পেচিয়ে হত্যা করে লাশ পুকুরে ফেলে দিয়ে ট্রাক ও মোবাইল ফোন চুরি করে নিয়ে যায় হৃদয়। চুরি করা ট্রাক নিয়ে কুষ্টিয়া খোকসা থেকে পেঁয়াজের ক্ষ্যাপ নিয়ে কুমিল্লার চান্দিনা কাঠেরপুল পেয়াজের আড়তে নিয়ে গেলে তাকে গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত আলামতঃ
১. ভিকটিমের ১ টি ট্রাক।
২. ভিকটিমের ২ টি মোবাইল ফোন সহ আসামীর ১ টি মোবাইল।
আসামী গ্রেফতারের খবর জানতে পেরে ভুক্তভোগী পরিবার ও স্বজনরা সর্বোচ্চ শাস্তি র দাবী করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here