যশোর বোর্ডে এইচএসসি পরীক্ষায় পাশের হারে শীর্ষে খুলনা, তলানীতে বাগেরহাট

0
1
মনিরুজ্জামান মিল্টনঃ সারা দেশে ৮ই ফেব্রুয়ারি সারাদেশে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পরীক্ষায় যশোর বোর্ডের পাসের হারে বিভাগের ১০ জেলায় শীর্ষে রয়েছে খুলনা জেলা। আর পাসের হার সবচেয়ে নিন্মে বাগেরহাট জেলা।

এ বছর এইচএসসি পরীক্ষায় যশোর শিক্ষাবোর্ডে পাসে হার ৮৩ দশমিক ৯৫ শতাংশ। যশোর শিক্ষাবোর্ডের অধীনে থাকা ১০ জেলার মধ্যে ৯০ দশমিক ৭৩ শতাংশ পাসের হার নিয়ে শীর্ষ স্থানে রয়েছে খুলনা জেলা। জেলার ৪৪টি কেন্দ্রে ১০০টি শিক্ষা প্রতিষ্ঠানের ২০ হাজার ২৩৪ জন পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে পাস করেছে ১৮ হাজার ৩৫৯ জন।
আর দ্বিতীয় স্থানে থাকা ঝিনাইদহ জেলার পাসের হার ৮৪ দশমিক ৫৬ শতাংশ। ৮৪ দশমিক ২৪ শতাংশ পাসের হার নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে সাতক্ষীরা জেলার পরীক্ষার্থীরা। নড়াইল জেলায় পাসের হার ৮৩ দশমিক ৩৫ শতাংশ, যশোরে ৮৩ দশমিক ৩০ শতাংশ, কুষ্টিয়ায় ৮২ দশমিক ৩১ শতাংশ, চুয়াডাঙ্গায় ৭৯ দশমিক ৯৪ শতাংশ, মেহেরপুরে ৮৯ দশমিক ১৮ শতাংশ, মাগুরায় ৭৭ দশমিক ৮৩ শতাংশ, বাগেরহাটে পাসের হার ৭৭ দশমিক ৬৫ শতাংশ।

ভালো ফলাফল করা শিক্ষার্থী দের পরিবারে বইছে আনন্দের ফুয়ারা। অভিভাবকদের সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের ছবি পোস্ট করে দোয়া চাইতে দেখা গেছে।

এদিকে খুলনা জেলায় সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে সরকারি এম এম সিটি কলেজের পরীক্ষার্থীরা। এই কলেজের ১ হাজার ৪৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ হাজার ৩৭ জন, অকৃতকার্য হয়েছে ৬ জন। পাসের হার ৯৯ দশমিক ৪২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৮১৫ জন।

এবারও এইচএসসিতে তারা সাফল্য ধরে রেখেছে সিটি কলেজ, এম এম কলেজ ও বি এল কলেজ।

ভালো ফলাফল করা শিক্ষার্থী দের মতে – ভালো ফলাফল করা নির্ভর করে নিয়মিত অধ্যাবসায় আর শিক্ষকের পরামর্শ মত রুটিন মাফিক পড়াশোনা করার উপর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here