ঝিকরগাছার মুকুন্দপুর প্রাথমিক বিদ্যালয় তেরটি বিদ্যালয়কে পরাজিত করে উপজেলায় যাওয়ার প্রস্তুতি

0
0

স্টাফ রিপোর্টঃ ঝিকরগাছা উপজেলার ১১ নাম্বার বাঁকড়া ইউনিয়নের মুকুন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা  প্রাথমিক ও ইউনিয়নের ১৩টা প্রাথমিক বিদ্যালয়কে  পেছনে রেখে ক্রিড়া ও সাংস্কৃতি প্রতিযোগিতায় উপজেলা যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। গতকাল ৭ই ফেব্রুয়ারি ২০২৩ ইংরেজী তারিখে তারা প্রাথমিক পর্যায়ে দুইটা প্রথম ও পাঁচটা দ্বিতীয় সহ মোট ১৬ টা পুরস্কার নিয়ে  মুকুন্দপুর প্রাথমিক বিদ্যালয় এবার উপজেলা প্রতিযোগিতায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। প্রথম হয়েছে ওয়াজিব হুসাইন ফাহিম। পিতা: বিল্লাল হুসাইন (সাংবাদিক) সে ৫ম শ্রেনীর ছাত্র অপরজন সাকিব হোসেন পিতা আলমগীর হোসেন উভয়ই বাঁকড়া গ্রামের সন্তান। ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ফিরোজ আলম বলেন, আমার শিক্ষার্থীরা যে এত ভাল করবে, আমি জানতাম না আমি যা চেয়েছি তার চাইতেও মনে হয় বেশি পেয়েছি।

এই অর্জন শুধু আমার একার না এটা যেন আমার সকল শিক্ষকদের। তবে আমার স্কুলের খেলার ও গানের বাদ্যযন্ত্র সামগ্রী যদি থাকত তাহলে আমার শিক্ষার্থীরা আরও ভাল করত এটা আমার বিশ্বাস। আমি চাইব আমার স্কুলেও অন্যান্য স্কুলের মত যাবতীয় খেলার সামগ্রী সরকারি ভাবে পাই তার জন্য কতৃ পক্ষের নিকট  জোর দাবি জানাচ্ছি। আমার সাথে আমার সহযোগী শিক্ষক যারা ছিলেন তারা হলেন, নাজমা খাতুন,আফরোজা সুলতানা,শিল্পি খাতুন,লুৎফুন্নেছা (রোজিনা) মোঃ ইদ্রিস আলী, তানিয়া আক্তার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here