পশুর সাথে জীবনযাপন করেন অসহায় কমলা বানু

0
0
মুশফিকুর রহমান পলাশ,ঝালকাঠী প্রতিনিধিঃ
ঝালকাঠী সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নে বৈদারাপুর গ্রামে কমলা বানু বসবাস করেন তার একমাত্র অবলম্বন গরুটির সাথে।কমলা বানু একই গ্রামের মৃত আনসার আলীর স্ত্রী।
কমলা বানুর ঘরে দেখা যায় তার থাকার স্থানে তার থাকে তার গরুটি,ঘুমান তিনি তার গরুটির সাথে এভাবেই কাটছে কমলা বানুর দিন।
কমলা বানুর কাছে তার এই করুণ জীবনযাপন সম্পর্কে জানতে চাইলে সে জানান, ২৫ বছর আগে তার স্বামী মারা যাওয়ার পরে নিঃসন্তান কমলা বানু চরম অসহায় হয়ে পরেন। এরপর উপায় না দেখে তিনি অন্যের কৃষিজমিতে শ্রম বিক্রি করে তার দিনযাপন করতেন।এখন তার বয়স বাড়ায় এখন আর কাজও করতে পারেন না।
কমলা বানু বলেন তার একমাত্র সম্বল গরুটি ব্রাকের টি ইউ পি কর্মসূচির মাধ্যমে পেয়েছেন এই গরুটিই তার এখন একমাত্র সম্বল।
সরকারি কোনো সাহায্য সহযোগিতা পান কিনা এমন প্রশ্ন করলে কমলা বানু বলেন,  বিধবা ভাতার ছাড়া অন্য কোনো সহায়তা তিনি পান না।
কমলা বানু কান্নাজড়িত কন্ঠে বলেন আমার যদি থাকার মত একটি ঘর সরকার দিতো তা হলে অন্ততপক্ষে আমাকে এই পশুর সাথে ঘুমাতে হতো না।
কমলা বানুর একটাই চাওয়া তিনি যতদিন বেঁচে আছেন ততদিন যেন তিনি একটু মাথা গোঁজার মত আশ্রয় পান, তার যেন পশুর সাথে জীবনযাপন করতে না হয় সে ব্যবস্থা যেন সরকার করে দেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here