কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়ায় নির্বাচনী সহিংসতায় নৌকার
সমর্থক ইউপি সদস্য
সহ ৩ কর্মী আহত হয়েছে। এদের মধ্যে গুরুত্বর আহত ইউপি সদস্য ফারুক গাইন
(৪৫) কে কলারোয়া সরকারী হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। ঘটনাটি
ঘটেছে-১৭ডিসেম্বর রাত ৯টার দিকে উপজেলার হেলাতলা ইউনিয়নের গণপ্রতিপুর
গ্রামস্থ বটতলা মোড়ে। ঘটনার বিবরণে আহত ইউপি সদস্য ফারুক গাইন জানান-তিনি
সাতক্ষীরা-১,তালা-কলারোয়া আসনের সংসদ সদস্য নৌকার প্রার্থী ফিরোজ আহম্মেদ
স্বপনের কর্মীদের সাথে কলারোয়ায় বসে আলাপ আলোচনা করে বাড়ি ফিরছিলেন। এমন
সময় ওই স্থানে পৌছালে গণপ্রতিপুর গ্রামের জনি ইসলাম, রনি ইসলাম, আব্দুল
জলিল দলবদ্ধ হয়ে গাছি দা নিয়ে হামলা করে। এতে নৌকার সমর্থক ইউপি সদস্য
ফারুক গাইন (৪৫) জখম হয়। এসময়র তাকে ঠেকাতে গেলে নৌকার কর্মী রুস্তুম
(৪০) ও কবির হোসেন (৩০) আহত হয়। এদেরর মধ্যে ইউপি সদস্য ফারুক গাইনকে
গাছি দা দিয়ে কুপিয়ে পিটিয়ে মারাক্তক জখম করা হয়। এঘটনায় কলারোয়া থানায়
৩জনের নামে একটি এজাহার দেয়া হয়েছে। থানা পুলিশ ঘটনা স্থান পরিদর্শন
করেছেন। আহত ইউপি সদস্য আরো জানান-হামলাকারীরা স্বতন্ত্র প্রার্থীর লোকজন
বলে তিনি দাবী করেন। তারা নাকি এলাকায় নৌকার ভোট করতে দেয়া হবে না বলে
প্রকাশ্যে হুমকি দিচ্ছে।
সহ ৩ কর্মী আহত হয়েছে। এদের মধ্যে গুরুত্বর আহত ইউপি সদস্য ফারুক গাইন
(৪৫) কে কলারোয়া সরকারী হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। ঘটনাটি
ঘটেছে-১৭ডিসেম্বর রাত ৯টার দিকে উপজেলার হেলাতলা ইউনিয়নের গণপ্রতিপুর
গ্রামস্থ বটতলা মোড়ে। ঘটনার বিবরণে আহত ইউপি সদস্য ফারুক গাইন জানান-তিনি
সাতক্ষীরা-১,তালা-কলারোয়া আসনের সংসদ সদস্য নৌকার প্রার্থী ফিরোজ আহম্মেদ
স্বপনের কর্মীদের সাথে কলারোয়ায় বসে আলাপ আলোচনা করে বাড়ি ফিরছিলেন। এমন
সময় ওই স্থানে পৌছালে গণপ্রতিপুর গ্রামের জনি ইসলাম, রনি ইসলাম, আব্দুল
জলিল দলবদ্ধ হয়ে গাছি দা নিয়ে হামলা করে। এতে নৌকার সমর্থক ইউপি সদস্য
ফারুক গাইন (৪৫) জখম হয়। এসময়র তাকে ঠেকাতে গেলে নৌকার কর্মী রুস্তুম
(৪০) ও কবির হোসেন (৩০) আহত হয়। এদেরর মধ্যে ইউপি সদস্য ফারুক গাইনকে
গাছি দা দিয়ে কুপিয়ে পিটিয়ে মারাক্তক জখম করা হয়। এঘটনায় কলারোয়া থানায়
৩জনের নামে একটি এজাহার দেয়া হয়েছে। থানা পুলিশ ঘটনা স্থান পরিদর্শন
করেছেন। আহত ইউপি সদস্য আরো জানান-হামলাকারীরা স্বতন্ত্র প্রার্থীর লোকজন
বলে তিনি দাবী করেন। তারা নাকি এলাকায় নৌকার ভোট করতে দেয়া হবে না বলে
প্রকাশ্যে হুমকি দিচ্ছে।