তরিকুল ইসলাম, সাতক্ষীরা ব্যুরো: সাতক্ষীরার কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ-২২’র উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভা ও মৎস্য পুরস্কার প্রদান করা হয়েছে৷ “নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার ( ২৪ জুলাই) সকাল ১১ টায় উদ্বোধনী অনুষ্ঠান শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন-২২’ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তেন অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) রুলী বিশ্বাস। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রবীন্দ্র নাথ মন্ডলের স্বাগত বক্তব্য শেষ সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এসএমএ সোহেল, মৎস্য সম্প্রসারন কর্মকর্তা তৌফিক হাসান, মেরিন ফিসারিজ অফিসার কুমার প্রসুন দাশ, ইউপি চেয়ারম্যান স,ম মোরশেদ আলী, সহকারী অধ্যাপক এম,এ কালাম, থানার উপ- পুলিশ পরিদর্শক( এসআই) রঞ্জন কুমার মালে সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও মৎস্য চাষীবৃন্দ। সভা শেষে মৎস্য চাষে সাফল্য অর্জন করায় উপজেলা মৎস্য চাষীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।