কলারোয়া ই-ল‍্যাবের উদ্যোগে ভাদিয়ালিতে ফ্রি মেডিকেল ক‍্যাম্পেইন অনুষ্ঠিত

0
22

মহান স্বাধীনতা মাস উপলক্ষ্যে ই ল‍্যাব ডায়াগনস্টিক উদে‍্যাগে ফ্রি মেডিকেল ক‍্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে

বুধবার (৮মার্চ) সকাল থেকে দিনভর ভাদিয়ালী মাধ‍্যমিক বিদ‍্যালয় আয়োজিত ক‍্যাম্পেইনে চিকিৎসা সেবা প্রদান করেন কলারোয়া উপজেলা স্বাস্হ‍্য কমপ্লেক্স এর
ডাক্তার বাপ্পি কুমার দাশ
এমবিবিএস (কেএমসি),বিসিএস (স্বাস্হ‍্য)
পিজিটি (শিশু ও মেডিসিন )
ফ্রি মেডিকেল ক‍্যাম্পের উদ্বোধন করেন ভাদিয়ালি মাধ্যমিক বিদ‍্যালয় এর সহকারী প্রধান শিক্ষক মোঃ বদরুজ্জামান
এ সময় উপস্থিত ছিলেন কলারোয়া ই ল‍্যাব ডায়াগনস্টিক এর মারকেটিং ম‍্যানেজার শেখ মাহমুদুল হাসান( মাহমুদ ) মেহেদী হাসান মোঃ রুস্তম আলী সুমন হোসেন

কলারোয়া ই ল‍্যাব ডায়াগনস্টিক এর পরিচালক মোঃ আসাদুজ্জামান (আসাদ) জানান ই ল‍্যাব ডায়াগনস্টিক এর আয়োজনে সিমান্তবর্তি গ্রামের অসহায় জনগণের চিকিৎসা সেবা দেওয়া হয়েছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here