কলারোয়ায় নতুন করে ৪ নারীসহ ৮ ব্যক্তির করোনা শনাক্ত

0
0

তরিকুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার কলারোয়ায় নতুন আরো ৪ নারীসহ ৮ ব্যক্তির করোনা ভাইরাস
পজিটিভ শনাক্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
(ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি
জানান, বৃহষ্পতিবার (১ জুলাই) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যাপিড
এন্টিজেন কিটস দিয়ে ১৭ জনের নমুনা পরীক্ষায় ৬ জন ও সাতক্ষীরা মেডিকেলের
পিসিআরে অপর ২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪ নারী ও ৪ পুরুষ। তবে
শনাক্ত হওয়াদের মধ্যে দু’জনের বাড়ি কলারোয়ার পার্শ্ববর্তী ঝিকরগাছা
উপজেলা বাকড়ায়। তারা কলারোয়া হাসপাতালে এসে নমুনা পরীক্ষা করান।’ তিনি
আরো জানান, ‘কিছুদিন আগে শনাক্ত হওয়া কলারোয়ার অনেকেই ইতোমধ্যে সুস্থ
হয়েছেন। করোনা ঠেকাতে স্বাস্থ্যবিধি মানতেই হবে। মাস্ক পরিধানের বিকল্প
নেই। ’নতুন করে করোনা শনাক্ত ব্যক্তিরা হলেন র‌্যাপিড এন্টিজেন কিটসে
কয়লা ইউনিয়নের আলাইপুরের আকবর আলীর স্ত্রী মোছা. কুলছুম (৪৫), পৌরসভাধীন
তুলশীডাঙ্গার মোজাহার আলীর পুত্র আব্দুল গফুর (৮৫), মুরারীকাটির বিজয়
কৃষ্ণের স্ত্রী রাধা রানী দাস (৬২), গদখালীর আনছার আলীর পুত্র হাফিজুর
রহমান (৩৪) ও ঝিকরগাছার বাকড়ার ছকিনা খাতুন (৫৫), একই গ্রামের মোতাহার
রহমান (৬০) এবং পিসিআরে সোনাবাড়িয়া ইউনিয়নের মাদরার মোছা. ডালিয়া (৩৬) ও
বাবলু রহমান (৩১)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here