তরিকুল ইসলাম,সাতক্ষীরা ব্যুরো: সাতক্ষীরার কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের দামোদর কাটি গ্ৰামের নিখোঁজ শিশু মেহেদী হাসানের( ৭) অবশেষে নিথর দেহের সন্ধান মিলেছে কাঁচা পাটের আঁটির( বোঝা) তলায়। দুঃখজনক এই মৃত্যুর ঘটনাটি ঘটেছে, উপজেলার হেলাতলা ইউনিয়নের দামোদারকাটি গ্রামে। স্থানীয়রা জানায়, এই গ্রামের মাঠপাড়া এলাকার মহিদুল ইসলামের শিশু পুত্র মেহেদী হাসান সকলের অজান্তে মঙ্গলবার(১৭ আগষ্ট) বেলা ৫ টার দিক থেকে নিখোঁজ হয়ে যায়। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার পরেও না পেয়ে থানায় সাধারন ডায়েরি করে শিশুটিকে সন্ধান পেতে প্রচার প্রচারনার জন্য মাইকিং করে। এভাবে চারিদিকে খোঁজ চলতে চলতে হঠাৎ বুধবার ( ১৮ আগষ্ট) বেলা ২ টার দিকে পরিবারের সদস্যরা জানতে পারে বাড়ির পাশের রাস্তার ধারে রাখা পাটের আটিঁর স্তুপের পাশে কয়েকটি পাটের আঁটির(বোঝা)র তলায় শিশু মেহেদী হাসানের নিথর দেহ পড়ে আছে। দীর্ঘ ২১ ঘন্টা পর নিখোঁজ শিশু মেহেদী হাসানের এমন মর্মান্তিক ও বেদনাদায়ক মৃত্যুর সংবাদটি ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ব্যাপারে, সাতক্ষীরা জেলার এ্যাডিশনাল এসপি(প্রশাসন) আলফাজ তুষারের নেতৃত্বে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) জেল্লাল হোসেনসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে শিশু মৃত্যুর বিষয়টি প্রাথমিকভাবে অসাবধানতা বশতঃ দূর্ঘটনায় মৃত্যু বলে জানান ।