ঝিকরগাছায় মহিলা মেম্বারের বিরুদ্ধে ভিজিডির চাউল আত্বসাতের অভিযোগ  

0
0
নাজিম উদ্দীন জনি,শার্শা(বেনাপোল)প্রতিনিধিঃ যশোরের ঝিকরগাছার শংকরপুরে ভিজিডি কার্ড হারিয়ে গেছে এই মর্মে মিথ্যা জিডি করে চাউল আত্নসাত করার অভিযোগ উঠেছে এক মহিলা ইউপি সদস্যের বিরুদ্ধে।এ ব্যাপারে উপজেলা নির্বাহি কর্মকতা বরাবর একটি লিখিত অভিযোগ হয়েছে।
অভিযোগে জানাযায়,ঝিকরগাছা শংকরপুর গ্রামের সোহাগ হোসেনের স্ত্রী তাজকুরা খাতুনের নামে একটি ভিজিডি কার্ড আছে।সে ঐ কার্ডে দীর্ঘ ৬ মাস যাবৎ সরকারী চাউল উত্তোলন করে আসছে। হঠাৎ বেশ কয়েকদিন হলো শংকরপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ১,২ ও ৩ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য আলেয়া খাতুন অন্যান্য সুযোগ সুবিধার প্রলোভন দেখিয়ে তাসকুরার কার্ডটি ফেরত চাই।তাজকুরা কার্ড দিবেনা বলে আলেয়াকে সাফ জানিয়ে দেয়।এসময় মহিলা ইউপি সদস্য আলেয়া খাতুন কৌশল করে কার্ডটি হারিয়ে গেছে এই মর্মে থানায় একটি জিডি করে এবং চাউল তুলে আত্বসাত করে আসছে।গত সোমবার সকালে তাজকুরা চাউল তুলতে গেলে মহিলা ইউপি সদস্য চাউল উত্তোলন করেছে বলে জানতে পারে।
এ ব্যাপারে অভিযুক্ত ইউপি সদস্য আলেয়া বেগমের মুঠোফোনে যোগাযোগ করা হলে আমি মেম্বারের জা বলছি এই বলে ফোনটা কেটে দেন।
শংকরপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নিছার উদ্দীন জানান,কার্ড হারিয়ে গেছে এই মর্মে একটি জিডি করেছে ইউপি সদস্য আলেয়া বেগম সেটা জানি।তবে চাউল আত্বসাতের বিষটি আমার জানা নেই।
ঝিকরগাছা উপজেলা নির্বাহি অফিসার মাহবুবুল হক জানান,এ ব্যাপারে একটা অভিযোগ পেয়েছি।আর বিষয়টি তদন্ত করার জন্য ট্যাগ অফিসারকে দায়িত্ব দিয়েছি। তদন্ত পুর্বক ব্যাবস্হা নেওয়া হবে বলে তিনি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here