কলারোয়ায় কৃষকদের স্বয়ংসম্পূর্ণতা অর্জনে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ

0
0

তরিকুল ইসলাম, সাতক্ষীরা ব্যুরো: সাতক্ষীরার কলারোয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ

মলিনায়তনে আনুষ্ঠানিকভাবে ওই সকল কৃষি সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা
প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) জুবায়ের
হোসেন চৌধুরী। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলামের সভাপতিত্বে
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আ.ক.ম হারুনুর
রশিদ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার অমল কুমার সরকার, সিনিয়র মৎস্য
কর্মকর্তা রবীন্দ্রনাথ মন্ডল, পল্লী উন্নয়ন কর্মকর্তা এস.এম.এ সোহেল ও
কৃষক আশরাফ আলীসহ উপকারভোগী কৃষক ও সূধিবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন
উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মনিরুল হক। উল্লেখ্য, ২০২১-২২ অর্থ
বছরে খরিপ-১/২০২১-২২ মৌসুমে উচ্চ ফলনশীল পাট বীজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা
অর্জনে নাবী পাট বীজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ৭০ জন কৃষক প্রতি ১০
কেজি ইউরিয়া, ১০ কেজি টিএসপি, ১০ কেজি এমওপি পটাশ ও আধা কেজি পাট বীজ
বিতরণ করা হয়। এ ছাড়া পরিচর্যা, সেচ ও চাষাবাদ খরচ বাবদ বিকাশ একাউন্টের
মাধ্যমে মোট ২ হাজার ৩৩০ টাকা প্রদান করা হয়েছে বলে জানা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here