তরিকুল ইসলাম, সাতক্ষীরা ব্যুরো: সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৫ নং কেঁড়াগাছি ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্থগিত কেন্দ্রের ফলাফলে চেয়ারম্যান পদে স¦তন্ত্র প্রাথী আনারস প্রতীকের
আফজাল হোসেন হাবিল পুন:রায় নির্বাচিত হয়েছেন। জানা গেছে, মঙ্গলবার (৩০
নভেম্বর) কেঁড়াগাছি উত্তরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে (স্থগিত
কেন্দ্র ১নং ওয়ার্ড) অনুষ্ঠিত ভোটে আফজাল হোসেন হাবিল ৫৫২ ভোট পেয়ে
নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী মটরসাইকেল প্রতীকের মারুফ
হোসেনকে পরাজিত করেন। তৃতীয় স্থানে রয়েছেন আ’লীগ মনোনিত নৌকা প্রতীকের
ভুট্টোলাল গাইন। নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ৫নং কেঁড়াগাছি ইউনিয়নে
মোট ভোটার সংখ্যা ১৮০২৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ৯৪০ ও মহিলা
ভোটার ৯ হাজার ৮৩ জন। তার মধ্যে আজ অনুষ্ঠিত স্থগিত কেন্দ্রে ভোটার
সংখ্যা ছিলো ২১১১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০৭০ জন ও মহিলা ভোটার ১০৪১
জন। মোট ১৭২০ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। প্রাপ্ত ভোটের শতকরা
হার-৮২.৬৬ ভাগ। প্রাপ্তভোটে স্বতন্ত্র প্রার্থী অনারস প্রতীকের আফজাল
হোসেন হাবিল পেয়েছেন ৫৫২ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র
প্রার্থী মটরসাইকেল প্রতীকের মারুফ হোসেন পেয়েছেন ১১৬১ ভোট ও আ’লীগের
নৌকা প্রতীক ভ’ট্টোল্লা গাইন পেয়েছেন ০৭ ভোট। বেসরকারীভাবে পূর্বের
প্রাপ্ত ভোটের নিরিখে বর্তমান চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল মোট ৫২৪৫ ভোট
পেয়ে পুন:রায় নির্বাচিত হয়েছেন। এ দিকে সংরক্ষিত মহিলা আসনের সদস্য
নির্বাচিত হয়েছেন ছাবিলা খাতুন ও সাধারন সদস্য নির্বাচিত হয়েছেন ফুটবল
প্রতীকের মুনছুর আলী বিশ্বস (প্রাপ্ত ভোট ৮৭৫)। মঙ্গলবার (৩০ নভেম্বর)
সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে শান্তিপূর্ন ও উৎসব মূখর
পরিবেশে ভোট গহন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহন কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা
নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী,
সহকারী কমিশনার(ভ’মি) ও নির্বাহী ম্যজিস্ট্রেট আল আমীন হোসেন, রির্টানিং
অফিসার উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, ডিআইও-২ রেজাউল ইসলাম, থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) হাফিজুর রহমানসহ ভোটে দায়িত্বপ্রাপ্ত সকল
কর্মকর্তাবৃন্দ। ভোট কেন্দ্রে প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন
করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ ইমরান হোসেন। ভোট কেন্দ্রে
শান্তিপূর্ন পরিবেশ বজায় রাখেতে থানা পুলিশ, র্যাব, ডিবি পুলিশ,
গোয়েন্দা পুলিশ, আনসার-ভিডিপিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সদস্যদের
তৎপরতা ছিলো লক্ষণীয়।