কলারোয়ায় বিরল শিং এর মত টিউমারে আক্রান্ত শিশু শরিফার  মৃত্যু

0
0

তরিকুল ইসলাম, সাতক্ষীরা ব্যুরো:
জন্মগত প্রতিবন্ধী ও মাথায় বিরল শিং আকৃতির দূরারোগ্য ব্যাধি টিউমারে আক্রান্ত শিশু সাতক্ষীরার কলারোয়ার সেই শরীফা ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন৷সোমবার (১৭ জানুয়ারি) ভোর ৫ টা ২০ মিনিটে প্রতিবন্ধীকতা ও দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধিন অবস্থায় মারা গেছে বলে নিশ্চিত করেছেন প্রতিবেশী শফিকুর রহমান৷প্রতিবন্ধী শিশু শরিফা কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের হরিনা গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে শরিফা খাতুন (১১) ৷

তিনি বলেন, অসুস্থ প্রতিবন্ধী শরীফাকে নিয়ে লেখালেখি হওয়ার পর প্রায় দেড় বছর আগে ঢাকার এক্সিম ব্যাংকের আর্থিক সহযোগিতায় দেশের সর্বোচ্চ চিকিৎসা প্রতিষ্ঠান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছিলো। যার কৃতিত্ব দৈনিক যুগান্তরের সাংবাদিক প্রভাষক মোজাহিদুল ইসলামের। তার নিয়ে চিকিৎসা সহায়তা চেয়ে পত্রিকায় সংবাদ প্রকাশের পর সাতক্ষীরার সাবেক জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের মানবিক উদ্যেগে দিনমজুর আশরাফুল ইসলামের মেয়ে বিরল শিং আকৃতির টিউমারে আক্রান্ত শরীফা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক সহায়তা পেয়েছিলেন।পরিবার সূত্রে জানা গেছে, আজ বিকাল সাড়ে পাঁচটার দিকে শিশুর মৃতদেহ নিজ এলাকায় ঢাকা থেকে অ্যাম্বুলেন্স যোগে আনা হবে৷ পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here