কলারোয়ায় অভিনব কায়দায় চুরির আতঙ্কে ভুগছে এলাকা বাসি

0
0

 

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরার কলারোয়া উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নের খাসপুর তিন নম্বর ওয়ার্ডে অভিনব কায়দায় চুরির আতঙ্কে এলাকাবাসী ভুগছে গত ইং ১৫/০২/২২ তারিখে গভীর রাতে সবাই যখন ঘুমের অতি নিদ্রায় শায়িত ঠিক তখনই কে কারা এসে সাংবাদিক তরিকুল ইসলামের ফার্মেসীর তালা ভেঙ্গে নগদ সাত হাজার টাকা ও কিছু ঔষধ নিয়ে চলে যায় ও পাশের বাড়ি মমতাজের রান্না ঘরে গিয়ে ও প্রায় পনেরো হাজার টাকা মত সাংসারিক আসবাবপত্র তারা নেয়, একই গ্রামের বিকাশ ব্যবসায়ী জিয়াদ আলীর বাড়ির দ্বিতীয় থেকে তালা ভেঙ্গে নগদ চব্বিশ হাজার টাকা ও দুই টি ফোন নিয়ে চলে যায় , হযরত আলীর বাড়ি থেকে কিছু আসবাবপত্র নিয়ে যায়, খাসপুরের মেইন রোড যাত্রী ছাওনির মোড় মোসলেম উদ্দিনের দোকান থেকে ষাট হাজার টাকা মত মুদিখানার মাল নিয়ে চলে যায় এটা নিয়ে অত এলাকায় একটা আতঙ্ক বিরাজ করছে অত এলাকার প্রতিনিধিগণ বলেন রাতের আধারে কে বা কারা এটা করছে কেহ জানেনা তবে গ্রাম পুলিশেরা রাতে টহল দিলে অনেক উপকৃত হবে এলাকার সবাই আর সবাই কে সজাগ থাকার কথা বলেছেন তারা !
কলারোয়া থানার অফিসার ইনচার্জ জনাব নাসির উদ্দীন মৃধার সাথে মুঠো ফোনের মাধ্যমে যোগাযোগ করলে তিনি জানান যে ঐ বিষয় নিয়ে কেহ অভিযোগ দিলে বিষয়টা খতিয়ে দেখবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here