তরিকুল ইসলাম, সাতক্ষীরা ব্যুরো প্রধান:
হযরত মুহাম্মদ (সা.) ও আয়েশা (রা.) কে নিয়ে কটুক্তি ও আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে সাতক্ষীরার কলারোয়া উপজেলার দমদম বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সর্বস্তরের তৌহিদি জনতা।
সোমবার (১৩ জুন) বিকালে দমদম বাজার চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি পুরো বাজারের সড়ক প্রদক্ষিণ করে।
বাজার কর্তৃক আয়োজিত বিশাল সমাবেশে বক্তারা ভারতের বিজেপি দুই নেতার আপত্তিকর বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
বক্তারা বলেন, ভারতীয় বিজেপির কেন্দ্রীয় নেতা ও মুখপাত্র নুপুর শর্মা এবং দিল্লি বিজেপির মুখপাত্র নবীন কুমার জিন্দালের ন্যক্কারজনক কথায় সারা বিশ্বের মুসলিমদের মনে রক্তক্ষরণ শুরু হয়েছে। তাদের শুধু দল থেকে বহিষ্কার করলেই হবে না, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও কঠোর শাস্তি দিতে হবে। রাষ্ট্রীয়ভাবে এর নিন্দা ও প্রতিবাদ জানানো উচিত।
সমাবেশে হাফেজ জাকারিয়ার পরিচারনায় বক্তব্য রাখেন দমদম বাজার জামে মসজিদের ইমাম হাফেজ শেখ আব্দুল কাইয়ুম, হাফেজ মাওলানা সফেদ আলী, মাওলানা রুহুল কুদ্দুস , উপস্থিত ছিলেন হাফেজ মোঃ নজরুল ইসলাম, হাফেজ মাওলানা রাজগুল বাজার কমিটির সাধারণ সম্পাদক শেখ আবদুল্লাহ অর্থ সম্পাদক ইয়াছিন আলী শেখ আব্দুল আলিম , শেখ সাইফুল ইসলাম মিন্টু সাংবাদিক মোঃ তরিকুল ইসলাম , মোঃ সহিদুল ইসলাম,প্রমুখ
সমাবেশে শত শত মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।