কক্সবাজারের  টেকনাফে ইয়াবা ও অস্ত্র সহ রোহিঙ্গা ডাকাত আটক

0
1

সমাজের কণ্ঠ  ডেস্ক  – ৩০ জুলাই, ২০১৯:

কক্সবাজারের টেকনাফে অস্ত্র ও ইয়াবাসহ মো. জমির ওরফে জমির ডাকাত নামে এক রোহিঙ্গা ডাকাতকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ১৫। সে উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌছনী নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প ১ এর আব্দুল আমিনের ছেলে। আজ মঙ্গলবার ভোররাতে উপজেলার মৌছনী নয়াপাড়া নিবন্ধিত পুরাতন রোহিঙ্গা ক্যাম্পের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তার কাছ থেকে একটি অস্ত্র, ৫ রাউন্ড কার্তুজ ও ৩৯০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ১৫, ক্রাইম প্রিভেনশন কম্পাই ১, টেকনাফ ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট (নৌবাহিনী) মির্জা শাহেদ মাহতাব (এক্স, পিপিএম, বিএন) জানান, আটক রোহিঙ্গা একজন দুর্ধর্ষ ডাকাত। সে কিছুদিন আগে নিহত নুরুল আলম ডাকাতের সহযোগী। তার কাছ থেকে অস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরো জানান, র‍্যাব ক্যাম্পের পার্শ্ববর্তী শালবাগান, লেদা ও নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ ডাকাতদল খুন, ডাকাতি, ধর্ষণ ও মাদক কারবার চালিয়ে আসছিল। এসব ক্যাম্পে র‍্যাবের নিয়মিত টহল বাড়ানো হয়েছে। বেশ কয়েকজন ডাকাত এর আগে র‍্যাবসহ আইন প্রয়োগকারী সংস্থার হাতে আটক হয়েছে, তবে রোহিঙ্গা ক্যাম্পভিত্তিক অপরাধচক্রের বিরুদ্ধে র‍্যাব টহল আরো জোরদার করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here