তরিকুল ইসলাম,সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে ‘২৫ মার্চ’ গণহত্যার স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ মার্চ) সকাল ১১ টায় হাইস্কুলের সভা কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক নুরুল আমিন। পৃথিবীর ইতিহাসের জঘন্যতম গণহত্যার স্মৃতিবিজড়িত ২৫ মার্চের ভয়ালতম রাতের বিভৎসময় হত্যা ও ঘটনার কথা তুলে ধরে অতিথি হিসাবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রউফ, বীরমুক্তিযোদ্ধা উপজেলা জাসদ সভাপিত আনোয়ার হোসেন, বীরমুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সাংগঠনিক কমান্ডার সৈয়দ আলী, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ইউনুছ আলী, পাবলিক ইনস্টিটিউট সাধারন সম্পাদক সাংস্কৃতিক ব্যক্তিত্ব এ্যাডঃ শেখ কামাল রেজা, প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ। স্কুলের সিনিয়র শিক্ষক মোস্তফা বাকী বিল্লাহ শাহীর পরিচালনায় অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষন পাঠ করেন ছাত্র তাফছির হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, শিক্ষার্থী হাবিবা সুলতানা বীথি, রেখা রানী দাস, শিক্ষক আবু সাঈদ মাহমুদ, আবেদুর রহমান, কামরুজ্জামান, জেহের আলী, উত্তম কুমার পাল, আব্দুল মান্নান, জিএম মহিউদ্দীন সাদিক,রবিউল ইসলাম, শিক্ষিকা রেহেনা খাতুন, হোসনেয়ারা পারভীন, রোজিনা খাতুন, গোলাম রসুল,মোহাতাদিস বিল্লাহ, আবেদুর রহমান, হাবিবুল ইসলাম ও শরিফুল ইসলামসহ ছাত্র-ছাত্রীবৃন্দ। বক্তারা সভায় ২৫ মার্চের ভয়াল বীভৎসময় রাতের কথা তুলে ধরে, মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকারের কাছে ‘গণহত্যা দিবসটি’ আন্তর্জাতিক স্বিকৃতি লাভের জন্য জোর দাবি জানান।