খুলনায় আটককৃত বিপুল পরিমান চিংড়ি পোনা অবমুক্ত করলো কোষ্টগার্ড

0
0

স্টাফ রিপোর্টারঃ কোস্টগার্ড বাহিনী খুলনার রুপসা ব্রীজ থেকে অবৈধভাবে চিংড়ি পোনা বহন করার অপরাধে চিড়িংপোনার ড্রাম আটক করে অপর ঘটনায় পাচারকৃত গরু আটক করেছে গত ২১মে রাতে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোষ্টগার্ড বাহিনী পশ্চিম জোনের বিসিজি স্টেশান রুপসা থানাধীন খান জাহান আলী ব্রীজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে চিংড়ি পোনা বহন করার অপরাধে চল্লিশ লাখ পিস চিংড়িা পোনা আটক করে। আটককৃত মালামালের আনুমানিক বাজার মূল্য আশি লক্ষ টাকা । আটককৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য রুপসা উপজেলা ফিসারী অফিসার এর উপস্থিতিতে রুপসা নদীতে অবমুক্ত করা হয়েছে । অপরদিকে, কোস্টগার্ড বাহিনী পশ্চিম জোনের বিসিজি স্টেশান কৈখালী অভিযান দল গত ২১ মে গভীর রাতে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার অন্তর্গত কেওরাতলী খাল সংলগ্ন এলাকায় অভিযান পরিচালানা করে একটি ইঞ্জিনচালিত বোটসহ নয়টি ভারতীয় গরু আটক করে। পাচারকারী দল কোস্ট গার্ড এর উপস্থিতি টের পেয়ে গরুসহ ইঞ্জিনচালিত বোটটি ফেলে রেখে কেওরাতলী খাল সংলগ্ন সুন্দরবনের মধ্যে পালিয়ে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here