ঝালকাঠীতে বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

0
0
মুশফিকুর রহমান, ঝালকাঠী প্রতিনিধি:
বাংলা ভাষা প্রমিত ব্যবহার, বাক- শ্রবন প্রতিবন্ধী ব্যাক্তির অধিকার এমন প্রতিপাদ্য কে সঙ্গে নিয়ে ০৭ ফেব্রুয়ারী (শুক্রবার) বাংলা ভাষা ইশারা দিবস উপলক্ষে ঝালকাঠীতে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‌্যালি শুরু হয়ে গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।এরপর জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষ সুগন্ধায় সবাই আলোচনা সভায় মিলিত হয়।
জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যেগে শুক্রবার সকালে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফুল ইসলাম, সভাপতিত্ব করেন প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. খায়রুল ইসলাম। এতে আরো বক্তব্য রাখেন টিআইবির সচেতন নাগরিক কমিটির সভাপতি (সনাক) হেমায়েত উদ্দিন হিমু,অটিজম বিদ্যালয়ের শিক্ষক আমির হোসেন উজ্জল। বক্তারা বাক্- শ্রবণ প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত সহ তাদের সার্বিক কল্যাণে সকলে একযোগে কাজ করার আহ্ববান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here