জুলফিকার আলী,কলারোয়া(সাতকক্ষীরা)প্রতিনিধিঃ ‘অভিগম্য আগামীর পথে’ শ্লোগানে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে সাতক্ষীরার কলারোয়ায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে কলারোয়া উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে র্যালীটি উপজেলা পরিষদ হলরুমে গিয়ে শেষ হয়। উপজেলা সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার আরএম সেলিম শাহনেওয়াজ। এসময় উপস্থিত ছিলেন-উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মহাসীন আলী, সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোজাফ্ফার উদ্দীন, সমবায় অফিসার নওশের আলী, ভিআরডিও কানাই চন্দ্র মন্ডলসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। সভায় বক্তারা বলেন-প্রতিবন্ধীদের সমাজের বোঝা নয়, সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। প্রতিবন্ধীদেরও তাদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে।