ফিরোজ জোয়ার্দ্দার- সাতক্ষীরার কলারোয়ায় ফাঁকা রাস্তায় প্রাইভেটকার নিয়ন্ত্ররণ হারিয়ে গাছের সাথে সজরে ধাক্কা লেগে মালিক ও চালকসহ দুইজন আহত হয়েছে। দূর্ঘটনার কবলে পড়া প্রাইভেটকারের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। পথচারীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে চিকিৎসা শেষে বেডে ভর্তি করে দেয়া হয়। ঘটনাটি বুধবার (২৪ই জুলাই) রাত সাড়ে ৯ টার দিকে বিদ্যুতের পার হাউজের সামনে ঘটে। হাসপাতালে চিকিৎসাধীন প্রাইভেটকারের মালিক পৌরসদরের গদখালী গ্রামের কবীরুল ইসলামের ছেলে থানা মোড়ে অবস্থিত রুপালী ব্যাংকের নিচে বিসমিল্লাহ এন্টার প্রাইজের স্বতাধিকারী আমিরুল ইসলাম (৩৮) ও উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়নের পারিকুপি গ্রামের জাহান আলীর ছেলে হাবীব (১৭) জানায় ঢাকা মেট্রো জ ০২- ১২১৭ নাম্বারের প্রাইভেটকার জরুরী কাজ শেষে সাতক্ষীরা থেকে ফেরার পথিমধ্যে হালকা বৃষ্টির কারণে রাস্তায় স্লিপিং হওয়ার ওই স্থানে আসলে চালক হাবীব নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা গাছের সাথে ধাক্কা খেয়ে মালিক ও চালক দুই জন গুরুত্বর আহত হয়। পথচারীরা তৎক্ষনিক আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা শেষে ভর্তি করে দেয়া হয়। বর্তমানে হাসপাতালে আহতদের অবস্থা আশংকামুক্ত বলে জানান কর্মরত চিকিৎসক।