কলারোয়ায় বিজিবি ও পুলিশের অভিযানে দুই ব্যক্তি আটক

0
0

ফিরোজ জোয়ার্দ্দার-ঃ সাতক্ষীরার কলারোয়া মাদরা সীমান্তে বিনা পাসপোর্টসহ পুলিশি অভিযানে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। বুধবার বিকালে ও বৃহস্পতিবার রাতে তাদের আটক করা হয়। মাদরা বিজিবি ক্যাম্পের ল্যাঃ নায়েক সুলতান মিয়া জানান, তার নেতৃত্বে বুধবার সন্ধ্যার দিকে উপজেলার দক্ষিণ ভাদিয়ালী মেশিন পোস্ট নামক স্থানে টহলরত অবস্থায় নারায়নগঞ্জ জেলার বন্দর থানার নবীগঞ্জ গ্রামের মোহাম্মদ শাহীনের ছেলে জাবেদ আলী (২৪) সোনাই নদী পার হয়ে বাংলাদেশের অভ্যান্তরে প্রবেশ করলে তাকে আটক করেন। এসময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বিনা পাসপোর্টে অবৈধভাবে গত ৩ মাস আগে ভাল কাজের জন্য ভারতে পাড়ি জমায়। বুধবার সন্ধ্যার দিকে সে দক্ষিণ ভাদিয়ালী সীমান্তের সোনাই নদী পার হয়ে বাংলাদেশে প্রবেশ করার পর বিজিবি তাকে আটক করেন। এ ঘটনায় মাদরা বিজিবি ক্যাম্পের ল্যাঃ নায়েক সুলতান মিয়া বাদী হয়ে কলারোয়া থানায় ১৯৭৩ সালের বাংলাদেশ পাসপোর্ট আইনে একটি মামলা নং (২৩) ২২/৫ ১৯ দায়ের করেন। অপর দিকে থানার এএসআই শেখ মোস্তাক আহম্মেদ অভিযান চালিয়ে জি আর ৩৪৪/১৮ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী উপজেলার রঘুনাথপুর গ্রামের সাদেক আলী সরদারের ছেলে আবুল কাশেম (১৯) কে বৃহস্পতিবার রাত ২ টার দিকে বাড়ী থেকে আটক করেন। আটক আসামীদের বৃহস্পতিবার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here