কেড়াগাছি শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সেমি ফাইনালে কলারোয়ার এসপি কিং

0
0
তরিকুল ইসলাম সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে ৩–১ গোলে সপ্তগ্রাম কে হারিয়ে কলারোয়ার এস পি কিং জয়লাভ করেছে। বুধবার( ১৮ নভেম্বর )বিকেলে স্থানীয় হাই স্কুল ফুটবল মাঠে , কেঁড়াগাছি সোনামাটি যুব সংঘ আয়োজিত,১৬ দলীয় নক আউট শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের তৃতীয় খেলায়, এস পি কিং ফুটবল একাদশ বনাম সপ্তগ্রাম রিক্রিয়েশন স্পোর্টিং ক্লাব ফুটবল একাদশ এর মধ্যকার খেলা শুরুর ১৫ মিনিটে এস পি কিং ফুটবল একাদশ এর ১০ নম্বর জার্সিধারী খেলোয়ার শিপন একটি গোল করে দলকে এগিয়ে নিয়ে মধ্য বিরতিতে যায়। বিরতির পরে আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে খেলার ৫ মিনিটে সপ্তগ্রাম ফুটবল একাদশের ১০ নম্বর জার্সিধারী আশিক গোল করে খেলায় সমতা ফেরান। ১০ মিনিটে এস পি কিং ফুটবল একাদশের ‌ ৯ নম্বর জার্সিধারী খেলা হাবিবুল্লাহ একটি গোল করে ব্যবধান বাড়ান, ২১ মিনিটে কলারোয়ার এস পি কিং ফুটবল দলের ১০ নম্বর জার্সিধারী খেলোয়ার শিপন আবারো একটি গোল করে জয় নিশ্চিত করেন। রেফারির শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত আর কোন গোল না হওয়ায় ৩-১ গোলে জয়লাভ করে, এস পি কিং ফুটবল একাদশ। খেলায় রেফারি দায়িত্ব পালন করেন, মেহেদি হাসান ইমন। তাকে সহযোগিতা করেন, মোশারফ হোসেন ও আবু সাঈদ। ধারাভাষ্য প্রদান করেন তৌহিদুজ্জামান। বিপুল সংখ্যক দর্শকের পাশাপাশি খেলাটি উপভোগ করেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডঃ অমল কুমার সরকার,শার্শা উপসহকারী কৃষি কর্মকর্তা নাসিমুজ্জামান নাসিম, কলারোয়া পাবলিক ইনস্টিটিউট এর প্রচার সম্পাদক শাহাদাত হোসেন শ্যামল, ক্রীড়া সম্পাদক আবু তাহের মোল্লা, মাহফুজুর রহমান নিশান, আমিরুল ইসলাম, ইউনুস আলী, গোলাম রসূল, আব্দুস সামাদ, মাস্টার অরুণ কুমার, মাস্টার পলাশ, সুমন প্রমুখ । আগামী শুক্রবার কেঁড়াগাছি বনাম সোনাবাড়িয়া পরস্পর মোকাবেলা করবে বলে আয়োজক কমিটি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here