কলারোয়ায় বেচে যাওয়া শিশু মারিয়ার হাত দিয়ে এতিমখানায় কম্বল ও অর্থ বিতরন

0
0

তরিকুল ইসলাম,সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় একই পরিবারের আলোচিত ৪ হত্যা থেকে বেঁচে যাওয়া সেই ছোট্ট শিশু মারিয়াম আফরিনের (মারিয়ার) হাত দিয়ে ইউপি সদস্য নাসিমা খাতুন ব্রজবাকসা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা ছাত্রদের মাঝে কম্বল ও নগদ অর্থ বিতরণের শুভ উদ্বোধন করেন।

শুক্রবার (১২ মার্চ) জুম্মা নামাজ শেষে উপজেলার হেলাতলা ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্য নাসিমা খাতুনের তত্ত্বাবধানে এতিমখানা মাদরাসা শিক্ষক ও ব্রজবাকসা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা নজরুল ইসলাম ও মাদ্রাসা ছাত্রদের মাঝে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সহযোগিতায় নগদ অর্থ ও কম্বল বিতরণ করা হয়৷
এ সময় উপস্থিত ছিলেন ব্রজবাকসা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সভাপতি ঈমান আলী সরদার, সাধারণ সম্পাদক গোলাম রসুল প্রমূখ৷
ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনে ইউপি সদস্য পদপ্রার্থী নাসিমা খাতুন বলেন, “অসহায় ও এতিম শিশুরা আমাদের সমাজের অংশ। তাদেরকে ঘৃণা নয় বরং ভালোবাসা দিয়ে তাদের পাশে থেকে সমাজ ও জাতির কল্যাণের জন্য এগিয়ে আসত হবে। আমি যত দিন বেঁচে থাকবো ততদিন এতিম ও অসহায়দের পাশে এভাবেই থাকতে পারি৷ মারিয়াম আফরিনের জন্য সকলে দোয়া করবেন।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here