কুয়াকাটা সী-বিচে দেখা দিয়েছে বিশ্বের অন্যতম বিষধর সাপ ‘রাসেল ভাইপার’

0
0

কুয়াকাটা প্রতিনিধিঃ পর্যটন এলাকা কুয়াকাটাবাসী ও কুয়াকাটায় আগত পর্যটকদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে কুয়াকাটা সী-বীচের গঙ্গামতি চরে আজ রবিবার সকাল আনুমানিক ৬.৩০ সময়ে বাংলাদেশের অন্যতম বিষধর সাপ রাসেল’স ভাইপার দেখা গেছে।

বাংলাদেশের বিষধর সাপের ভিতর অন্যতম হলো রাসেল’স ভাইপার। এবং সারা বিশ্বের বিষধর সাপের ভিতর টপ টেনের ভিতর এর অবস্থান।

গঙ্গামতি এবং কুয়াকাটায় আসা সকল পর্যটক দের অনুরোধ করবো সাবধানে চলাফেরা করার জন্য।

সাপ দেখলে না মেরে তাকে তার মত করে চলে যেতে দিন,যদি একান্ত সমস্যা হয়ে থাকে তাহলে বন বিভাগ কে জানান অথবা আমাদের কে জানানোর জন্য অনুরোধ করা হলো।

সাপের কামড়ের একমাত্র চিকিৎসা হাসপাতালে হয়,কোন ওঝা বা কবিরাজ বিষধর সাপের কামড় দিলে বাঁচাতে পারবেনা।

যোগাযোগঃ উপকূলীয় বন বিভাগ পটুয়াখালী 01999-001541

এ্যনিমেল লাভার অফ পটুয়াখালী-কুয়াকাটা টিম
01737002925

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here