“বহু ভাষায় স্বাক্ষরতা, উন্নত জীবনের নিশ্চয়তা’ এই প্রতিপাদ্যে ,কুড়িগ্রামেও আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে।
মোঃ আজিজুল হক নাজমুল –
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনাসভার আয়োজন করা হয়।
রোববার সকালে জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে বর্ণাঢ্য র্যালী জেলা প্রশাসক কার্যালয় হতে বের শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পিটিআই-এ শেষ হয়। পরে পিটিআই হল রুমে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
এসময় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন,অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজুর রহমান,পিট্আিই ইন্সপেক্টর উত্তম কুমার ধর, জেলা তথ্য অফিসার শাহজাহান আলী,উপানুষ্ঠানিক শিক্ষার সহকারি পরিচালক আলী নেওয়াজ,সদর কোর্ট ইন্সপেক্টর পৃথ্বীশ কুমার সরকার পৌর মেয়র আব্দুল জলিল, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু,প্রেসক্লাব সভাপতি এ্যাড. আহসান হাবীব নীলু প্রমুখ।