অভয়নগরে বাজারে নাই পণ্যের মূল্য তালিকা ও হোটেলে নোংরা পরিবেশ।ভ্রাম্যমান আদালতের জরিমানা

0
0

শেখ জাকারিয়া রহমান- যশোর জেলার অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজারে নাই পণ্যের মূল্য তালিকা ও খাবার হোটেলে নোংরা পরিবেশ।ভ্রাম্যমান আদালতের জরিমানা। নওয়াপাড়া বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশসহ সরকারী নির্দেশনা মোতাবেক নিত্যপণ্যের মূল্য তালিকা না থাকার দায়ে দুইটি হোটেল ও একটি ফলের দোকানে ২৫ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে। শনিবার বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীনুজ্জামান এ অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন, বিক্রি ও নিত্যপণ্যের মূল্য তালিকা না টাঙ্গানোর দায়ে নওয়াপাড়া বাজারের নূরবাগে সাতক্ষীরা প্লাস ও ঘোষ ডেয়ারী নামক দুইটি হোটেলকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা এবং মসজিদ মার্কেটের মেসার্স বাবুল স্টোর নামের এক ফলের দোকানে একই অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীনুজ্জামান উপজেলার প্রধান কাঁচা বাজারের পাইকারী ও খুচরা মাছ, মাংস, মুদি ও স্টেশনারীসহ অন্যান্য ব্যবসায়ীদের আগামী ২৪ ঘন্টার মধ্যে নিত্যপণ্যের মূল্য তালিকা স্ব স্ব প্রতিষ্ঠানে টাঙ্গানোর নির্দেশ প্রদান করেন। ভোক্তার অধিকার নিশ্চিত করতে সরকারী নির্দেশ অমাণ্যকারী ব্যবসায়ীদের জেল-জরিমানা উভয়দন্ডে দন্ডিত করাসহ পবিত্র রমজান মাসব্যাপী এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here