মোরেলগঞ্জে প্রভাবশালীদের রোষানলে হিন্দু কৃষক পরিবার

0
0
মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে বরইতলা গ্রামে প্রভাবশালীদের রোষানলে পড়েছে একটি কৃষক পরিবার। পরিবারটির একমাত্র আয়ের উৎস ২.৫২ একর জমির মৎস্য ঘেরটি দখলের জন্য নানা কৌশল অবলম্বন করছে তারা। এ বিষয়ে আদালতের আশ্রয় নিয়ে নানা হুমকীর মধ্যে পড়েছেন বরইতলা গ্রামের সুধাংশু পাইকের ছেলে কৃষক রণজিৎ পাইক।
মামলা সূত্রে জানা গেছে, কৃষক সুধাংশু পাইক ১৯৭০ সালে ২.৫২ একর জমি ক্রয় করে ভোগ দখলে আছেন। কয়েক বছর ধরে ওই জমিতে মৎস্য ঘের করছেন রনজিৎ পাইক। সম্প্রতি পার্শ্ববর্তী ডুমুরিয়া গ্রামের তাপস হালদার ও তার ভাই অসীম হালদার ওই জমিটুকু দাবী করে দুই বছরের জন্য বহিরাগত একটি মহলের কাছে লিজ দিয়ে দেয়।
কৃষক রণজিৎ পাইক বলেন, ‘৩০-৩৫ বছর ধরে নিজ জমিতে ঘের করে আসছি। হঠাত করে প্রভাবশালী তাপস হালদার ঘেরটি দখলের জন্য বহিরাগত লোকজন নিয়ে উঠেপড়ে লেগেছে। ফলে পরিবার পরিজন নিয়ে আতঙ্কে দিন কাটছে। এ বিষয়ে উর্ধ্বতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
এ বিষয়ে তাপস হালদার বলেন, ‘বর্তমান রেকর্ডমূলে আমি এ জমির মালিক। আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সঠিক নয়’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here