মোরেলগঞ্জে পলিথিনের মোড়ক ব্যবহার করায় ৭ ব্যবসায়ীকে অর্থদন্ড

0
0
কলি আক্তার মোরেলগঞ্জ(বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জে নিষিদ্ধ পলিথিনের মোড়কে চাল, ডালসহ নানা ধরণের পন্য বাজারজাত করার অপরাধে সাত ব্যাবসায়ীকে ২১ হাজার টাকা জরিমানা আদায় করেছেন মোবাইলকোর্ট। শনিবার বেলা ১১টার দিকে মোলেরগঞ্জ সদর বাজারে মোবাইলকোর্ট পরিচালনা করেন সহকারি কমিশনার(ভূমী) মো. আলী হাসান। পাট ও বস্ত্র মন্ত্রনালয়ের প্রসিকিউশন অফিসার মো. সরোয়ার আলম এ সময় তার সাথে ছিলেন।

মোবাইলকোর্টে দন্ডপ্রাডÍ ব্যবসা প্রতিষ্ঠানগুলো হচ্ছে, বিসমিল্লাহ পোল্ট্রিফিড, জয়গুরু ভান্ডার, কার্তিক স্টোর, সাজু ভান্ডার, ভাই, ভাই ভান্ডার, গৌতম স্টোর ও নাসির স্টোর।

এ বিষয়ে সহকারি কমিশনার বলেন, বাজারজাত পন্যে পাটজাত মোড়ক ব্যবহার না করে নিশিদ্ধ পলিথিনের মোড়ক ব্যবহার করার অপরাধে ওই ব্যবসায়ীদেরকে প্রাথমিক পর্যায়ে অর্থদন্ড দেওয়া হয়েছে। পরে একই অপরাধ পাওয়া গেলে জরিমানাসহ  কারাদন্ডও দেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here