বেকার সমস্যা দুরীকরন কাজ করতে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন ও সাহিন’স হেল্পলাইন এর চুক্তি

0
0

নড়াইল প্রতিনিধি – নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন এবার উদ্যোগ নিচ্ছে নড়াইলের অন্যতম প্রধান সমস্যা বেকার সমস্যা নিরসনে, এলক্ষে তরুণ উদ্যোক্তা খোঁজ করে তাদের উপযুক্ত প্রশিক্ষণ প্রদান ও সার্বিক সহযোগিতা করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা গ্রহন করা হয়েছে। এটা বাস্তবায়নে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন ও সাহিন’স হেল্পলাইন এর মধ্যে সম্প্রতি একটি চুক্তি সম্পাদিত হয়। সাহিন’স হেল্পলাইন মূলত কাজ করবে প্রশিক্ষন প্রদানের মাধ্যমে তরুণদের কি ভাবে স্কিল ডেভেলপ করানো যায় সে বিষয় নিয়ে।

এ পদক্ষেপের প্রথমে আগ্রহী উদ্যোক্তাদের সাথে মতবিনিময় করবে দেশের স্বনামধন্য মোটিভেশন স্পীকার ও শ্রদ্ধাভাজন ব্যাক্তিবর্গ । রেজিস্ট্রেশন এর মাধ্যমে অংশ নিতে হবে উক্ত ইভেন্টে, অংশগ্রহণকারীদের মধ্য হতে ২৫ জন শ্রেষ্ঠ উদ্যোক্তা বাছাই করে এ্যাওয়ার্ড প্রদান করা হবে আর তাদের সাথে পরবর্তীতে কিছু সময় কাটাবেন ও মতবিনিময় করবেন স্বয়ং নড়াইল এক্সপ্রেস নিজে (বিশ্বকাপের পরে )

আশা করছি আর সময় নষ্ট না করে নড়াইলের তরুণ সমাজ আজকে থেকেই নেমে পড়বে নতুন উদ্ভাবনের খোজে যেখানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে স্বাবলম্বী হবে নড়াইলের মানুষেরা।

রেজিস্ট্রেশন প্রসেস সম্পন্ন ও ইভেন্ট আয়োজনে “নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের” সাথে থাকবে নড়াইলের আরেকটি গর্ব ক্ষুদে ট্যালেন্টদের সংগঠন ” নড়াইল ভলান্টিয়ার্স”।

খুব শীঘ্রই বিস্তারিত প্রকাশ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here