অভয়নগরে দখলী জমি উদ্ধার ও সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা পেতে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

0
1

শেখ জাকারিয়া রহমান – অভয়নগরে দখলী জমি উদ্ধার ও সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা পেতে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।  অভয়নগরে দখলী জমি উদ্ধার ও সন্ত্রাসী বাহিনীর হাত থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে নওয়াপাড়া প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দখলী জমি উদ্ধার ও সন্ত্রাসী বাহিনীর হাত থেকে রক্ষা পেতে লিখিত বক্তব্য পাঠ করেন জমির মালিক এস এম কামরুজ্জামান হিরক। লিখিত বক্তব্য ও সাংবাদিকদের প্রশ্নের জবাবে এস এম কামরুজ্জামান হিরক বলেন, অভয়নগর উপজেলাধীন নওয়াপাড়া পৌর এলাকার নূরবাগ স্বাধীনতা চত্বর সংলগ্ন গুয়াখোলা মৌজার এসএখং- ২৯৩, সেঃ খতিয়ান- ২৯৩/১, এসএদাগ- ১৯৭, বর্তমান জরিপ দাগ- ৩৫ এর ২.৪৪ শতক জমি তাঁর পিতা মৃত আব্দুর রহমান মৃত্যুকালে রেখে যান। ওই জমি ৮ ভাই-বোনের মধ্যে ভাগাভাগি হলে হিরক ০.৪২ শতক ভাগে পান। পরবর্তীতে হিরকের ভাই আবুল কালাম আজাদ গোপনে তাঁর অংশের ০.৪২ শতক ও হিরকের অংশের কিছু জমিসহ ০.৭৭ শতক জমি স্থানীয় নিতাই নামের এক ব্যক্তির কাছে বিক্রি করেন। এ ঘটনায় হিরক তার অংশের জমি না দিতে চাইলে নিতাই যশোর আদালতে দেওয়ানী মামলা করেন, যার মামলা নং-৫৭। মামলা চলাকালে নিতাই তাঁর ক্রয়কৃত জমি উপজেলার ধোপাদী গ্রামের দাউদ মোল্যার ছেলে হারুনের কাছে বিক্রি করেন। হারুন জমি দখলে নেয়ার চেষ্টা করলে হিরক ২০০৪ সালে দখল পেতে যশোর আদালতে উচ্ছেদ মামলা করেন, যার মামলা নং- ১৫। উক্ত মামলায় রায় হিরকের পক্ষে হওয়ায় আদালত গত ১০/০৪/২০১৮ খ্রী হারুনের নিকট থেকে জমি উদ্ধার করে হিরককে বুঝিয়ে দেয়। সংবাদ সম্মেলনে হিরক আরোও জানান, তাঁর ওই জমির পার্শ্বে বুইকারা গ্রামের হেমায়েত উদ্দিনের ছেলে স্থানীয় ওয়ার্ড আ.লীগ নেতা মাসুদ রানা ওরফে বেকারী মাসুদের একটি কারখানা রয়েছে। সে ওই কারখানায় যাতায়াতের রাস্তা নির্মাণের জন্য বিভিন্ন সময় হিরককে ভয়ভীতি ও সন্ত্রাসী বাহিনী দিয়ে চাঁদা দাবী করতে থাকে এবং দখলে থাকা ওই জমি ছেড়ে চলে যেতে হুমকি দেয়। এ অবস্থায় গত ২৪/০৪/২০১৯ খ্রী বেকারী মাসুদের নের্তৃত্বে একদল সন্ত্রাসী তাঁর ব্যবসা প্রতিষ্ঠান হিরক এন্টারপ্রাইজের সাইনবোর্ড ও মালামাল ভাংচুর করে এবং পাকা দেওয়াল ভেঙ্গে ব্যবসা প্রতিষ্ঠানে তালা লাগিয়ে দেয়। এ ব্যাপারে অভয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও ওসি কোন ব্যবস্থা গ্রহণ করেননি বলে তিনি অভিযোগ করেন। পরবর্তীতে উভয়পক্ষকে অভয়নগর থানায় তলব করা হলেও অভয়নগর থানার ওসি আলমগীর হোসেন সন্ত্রাসী বেকারী মাসুদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেননি। স্থানীয় পুলিশ প্রশাসনের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে হিরক বলেন, নিজ জমি উদ্ধার ও বেকারী মাসুদের সন্ত্রাসী বাহিনীর হাত থেকে রক্ষা পেতে তাঁর এ সংবাদ সম্মেলন। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি যশোর জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের সহযোগিতা কামনা করেছেন। সংবাদ সম্মেলনে এস এম কামরুজ্জামান হিরকের শ্বাশুড়ী, প্রতিবেশী ও সাংবাকিবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here