অভয়নগরে সরকারী নির্দেশ মানছেনা এনজিওগুলি। ভয় দেখিয়ে চলছে কিস্তি আদায়

0
0

মনিরুজ্জামান মিল্টন, অভয়নগর প্রতিনিধিঃ সারাদেশ যখন করোনা ভাইরাসের মহামারী ঠেকাতে ব্যস্ত,সবকিছু বন্ধ,চারিদিকে মৃত্যুর আহাজারি,সজন হারানোর হাহাকার,মানুষ ঘরবন্দী তখন অভয়নগরে এনজিও গুলো রীতিমতো ভয় দেখিয়ে জোর করে কিস্তি আদায় অব্যাহত রেখেছে। ফলে করোনায় কর্মহীন ও আয় কমে যাওয়া ঋণগ্রহীতা পড়েছেন চরম বিপাকে। লক ডাউনের এই পরিস্থিতিতে নিন্ম আয়ের মানুষের অসহায়ের কথা ভেবে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিস্তি আদায় বন্ধের এক বিজ্ঞপ্তি প্রকাশ করে। কিন্তু প্রশাসনের বিধিনিষেধ তোয়াক্কা না করে তারা ছলে, বল, কৌশলে কিচতি আদায় অব্যাহত রেখেছে। অভয়নগর উপজেলায় প্রায় ২০-৩০ টি এনজিও তাদের কর্মচারীদের বেতন বন্ধের ভয় দেখিয়ে কিস্তি আদায় করতে বাধ্য করছে বলে এনজিওর এক কর্মচারী জানান।ফলে তারা ঋন গ্রহীতা কে মোবাইলে কখনো স্ব শরীরে হাজির হয়ে মামলা ও আইনের ভয় দেখিয়ে কিস্তি আদায় করছে।নাম প্রকাশে অনিচ্ছুক টি এম এস এস এনজিওর এর এক কর্মচারী জানান তাদেরকে উপরথেকে নির্দেশ দেওয়া হয়েছে কিস্তি আদায় অব্যাহত রাখার।এনজিওর ম্যনেজার কর্মীদেরকে কিছু মাস্ক ও স্যনিটাইজার ব্যগে করে নিয়ে কিস্তি আদায়ে যেতে বলেছে, প্রশাসনের কেউ জিজ্ঞাসা করলে বলবে আমরা স্বাস্থ্যসেবা প্রজেক্টে কাজ করছি। এন জি ও গুলোর এই অমানবিক আচারনের তীব্র প্রতিবাদ জানিয়েছে সাধারণ মানুষ। সেই সাথে কিস্তি বন্ধে জরুরী পদক্ষেপ নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here