সুজন মহিনুল,বিশেষ প্রতিনিধি॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষে বাংলাদেশ পুলিশের সামাজিক বনায়ন কর্মসুচীর অংশ হিসেবে নীলফামারী পুলিশ লাইন্স-এ ২০ প্রজাতির গাছের চারা রোপণ করা হয়েছে।বুধবার(১১ আগষ্ট) দুপুরে পুলিশ নারী কল্যাণ সমিতি(পুনাক)এর উদ্যোগে এই বনায়ন কর্মসুচীর উদ্বোধন করেন প্রধান অতিথি পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান (বিপিএম,পিপিএম)।
পুনাক সভাপতি ও পুলিশ সুপার পত্নি তাসমিয়া জান্নাত এতে সভাপতিত্ব করেন।
বনায়ন কর্মসুচীতে বারমাসি কাটিমন আম, আম্রপালি, আশ্বিনা আম, তেঁতুল(টক), তেঁতুল(মিস্টি), আপেল কুল, আমড়া, সফেদা, বেল, লটকন, হরিতকী, অর্জুন, আমলকী, দেশি আম ছাড়াও ২০ প্রজাতির চারা রোপন করা হয়।
পুলিশ সুপার জানান, ‘মুজিববর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি’ শ্লোগানে পুলিশ মহাপরিদর্শক এবং পুনাকের প্রধান উপদেষ্টা ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) এর নির্দেশনায় সারাদেশে এই কর্মসুচী শুরু হয়েছে। এরই অংশ হিসেবে নীলফামারী পুলিশ লাইন্সে বনায়ন কর্মসুচী উদ্বোধন করা হয়।
উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন)লিজা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) এ,এস,এম মুক্তারুজ্জামান, পুলিশ রিজার্ভ পরিদর্শক হারুন-অর রশিদ, রিজার্ভ অফিস পরিদর্শক লাইছুর রহমান, নীলফামারী থানার ওসি আব্দুর রউপ প্রমুখ।