সুজন মহিনুল,বিশেষ প্রতিনিধি।।নীলফামারীর ডিমলায় চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী সাধারন সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যগণের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার(১০ ফেব্রুয়ারি)দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নব-নির্বাচিত ৬৩ জন সাধারণ সদস্য ও ২১ জন সংরক্ষিত মহিলা সদস্য মিলে মোট ৮৪ জন জনপ্রতিনিধিকে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন।উক্ত শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১(ডোমার-ডিমলা)আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে শপথ গ্রহণ পূর্ববর্তী আলোচনা সভায় বক্তব্য দেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নীরেন্দ্রনাথ রায় নিরু,নারী ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা,ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)সিরাজুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম মিন্টু প্রমূখ।এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,সাত ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান,এনজিও প্রতিনিধি,সাংবাদিক,সামাজিক-রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ:গত বছরের (২০২১ইং)২৬ শে ডিসেম্বর চতুর্থ ধাপে ডিমলার ১০ ইউনিয়নের মধ্যে ৭টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়।এতে ৭ ইউনিয়নে ৭ জন চেয়ারম্যানের পাশাপাশি ৬৩ জন সাধারণ সদস্য ও ২১ জন সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচিত হন।