বাংলাদেশ সেনাবাহিনীকে ১০ টি প্রশিক্ষনপ্রাপ্ত কুকুর উপহার দিল ভারত 

0
1
নাজিম উদ্দীন জনি,শার্শা(বেনাপোল)প্রতিনিধি :
অস্ত্র মাদক ও বিস্ফোরক দ্রব্যসহ বিভিন্ন বে-আইনী পণ্য সনাক্ত করতে এবং দু-দেশের সু-সম্পার্কের বন্ধন কে অটুট রাখতে উপহার স্বরুপ বাংলাদেশ সেনাবাহিনীকে ১০ টি প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর(ডগ স্কয়াট) পাঠিয়েছে ভারতীয় সেনাবাহিনী।
শনিবার (৭ডিসেম্বর) দুপুরে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে ১০টি কুকুর হস্তান্তর করেন ভারতীয় সেনাবাহিনী।
পরে আরো ২০টি প্রশিক্ষণ প্রাপ্ত  কুকুর তাঁরা উপহার পাঠাবে বলে জানা যায়।
এসময় বেনাপোল সীমান্ত চেকপোষ্ট নো-ম্যান্সল্যন্ডে দু’দেশের সেনা ও বিজিবি-বিএসএফ একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় উপস্তিত ছিলেন-যশোর(ক্যান্টনম্যান্টের) সেনাবাহিনীর কর্নেল আনোয়ার হোসেন, লে. কর্নেল মিজানুর রহমান, ৪৯ বিজিবির এডি-ফারুক হোসেন, ভারতীয় সেনাবাহিনীর কলিকাতা ক্যান্টমেন্ট-কর্নেল কেশব যাদব।
ভারতের মিরাট ক্যান্টনমেন্ট থেকে প্রশিক্ষন প্রাপ্ত কুকুরগুলো আনা হয়।
কর্নেল আনোয়ার হোসেন জানান, ভারত সরকারের দেওয়া ১০ টি প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ভারতের মিরাট ক্যান্টনমেন্ট থেকে  বাংলাদেশ সরকারকে উপহার দেওয়ার হয়েছে। কুকুরগুলো বিভিন্ন ক্যান্টনমেন্টে পাঠানো হবে।কুকুরগুলো দিয়ে মাদকদ্রব্য,অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here