যশোরের অভয়নগরে মে দিবস উপলক্ষে আলোচনা ও র‍্যালী অনুষ্ঠিত

0
0
অভয়নগর প্রতিনিধি, মনিরুজ্জামান মিল্টনঃ
“শ্রমিক -মালিক ঐক্য গড়ি, উন্নয়নের শপথ করি” প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় অভয়নগর এ পালিত হলো মহান মে দিবস।
১লা মে সোমবার সকাল থেকেই অভয়নগরের বিভিন্ন শ্রমজীবী মানুষ স্ব স্ব সংগঠনের ব্যনারে প্লেকার্ড,টুপি,ব্যানার নিয়ে মহাসড়কে পায়ে হেটে
নওয়াপাড়া শংকরপাশা সরকারি হাইস্কুলের মাঠে শহীদমিনারে জড়ো হতে থাকে ১১ টি শ্রমজীবি সংগঠনের সমন্বয়ে গঠিত  অভয়নগর নওয়াপাড়া শ্রমজীবি সমন্বয় পরিষদ।
শ্রমিক নেতা মোল্যা হাবিবুর রহমানের সঞ্চালনায় সমন্বয় পরিষদের সিনিয়র সহ সভাপতি ইকরাম ফারাজীর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, প্রখ্যাত শ্রমীক নেতা শ্রী  রবিন অধিকারী ব্যাচা,হ্যান্ডিলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আমিনুর রহমান, শ্রমীক নেতা ইব্রাহীম বিশ্বাস সহ ১১ সংগঠনের নেতৃবৃন্দ। পরে আলোচনা শেষে একটি র‌্যালি নওয়াপাড়া বাজার প্রদক্ষিণ করে।
১৮৮৬ খ্রিস্টাব্দে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটের ম্যাসাকার শহিদদের আত্মত্যাগকে স্মরণ করে পালিত হয়। সেদিন দৈনিক আটঘণ্টার কাজের দাবিতে শ্রমিকরা হে মার্কেটে জমায়েত হয়েছিল। তাদেরকে ঘিরে থাকা পুলিশের প্রতি এক অজ্ঞাতনামার বোমা নিক্ষেপের পর পুলিশ শ্রমিকদের ওপর গুলিবর্ষণ শুরু করে। ফলে প্রায় ১০-১২ জন শ্রমিক ও পুলিশ নিহত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here