মনিরুজ্জামান মিল্টন, অভয়নগর (যশোর) প্রতিনিধিঃ যশোর জেলার অভয়নগর
উপজেলার শিল্পনগরী নওয়াপাড়া পৌরসভার পক্ষ থেকে করোনা রুগীদের
চিকিৎসার জন্য ৩ টি অত্যাধুনিক অক্সিজেন কনসেনট্রেটর মেশিন প্রদান করা
হয়েছে। ফলে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ইউনিটে মেশিন
৩টি যুক্ত হলো। গতকাল ৮ই জুলাই বৃহস্পতিবার দুপুরে চিকিৎসা সামগ্রী হস্তান্তর উপলক্ষে
নওয়াপাড়া পৌরসভার সভাকক্ষে চিকিৎসা সামগ্রী হস্তান্তর শীর্ষক এক
আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর
মেয়র ও অভয়নগর উপজেলা আওয়ামিলীগ এর যুগ্ন সম্পাদক জনাব সুশান্ত
কুমার দাস শান্ত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা
নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আমিনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন অভয়নগর থানার ওসি জনাব এ কে এম শামিম হাসান। এছাড়া পৌর
প্যানেল মেয়র,বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, বিশিষ্ট সাংবাদিক, সহ গণ্যমান্য
ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।আমেরিকার তৈরী অত্যাধুনিক কনসেনট্রেটর মেশিন ৩ টি অভয়নগর উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে প্রদান করা করা হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে ডাঃ
আলীমুর রাজীব মেশিন ৩ টি গ্রহণ করেন।সভায় বক্তারা করোনার এ দুঃসময়ে পৌরসভার এ ধরনের উদ্যোগ কে সাধুবাদ
জানান। এ ছাড়া পৌর মেয়র সমাজের মানুষের পাশে এভাবে থাকার আশাবাদ ব্যক্ত
করে বিত্তবান দের সমাজ সেবামূলক কাজে এগিয়ে আসার আহবান জানান।