অভয়নগরে অনলাইন জুয়া’র ভয়াল থাবায় নিঃস্ব ও ধ্বংস হচ্ছে উঠতি বয়সী যুব সমাজ

0
0

ডা. শাহরিয়ার আহমেদঃ যশোর জেলার অভয়নগর উপজেলার বিভিন্ন পাড়া মহল্লা সহ শহর ও প্রত্যন্ত গ্রামের উঠতি বয়সী যুবকদের মাঝে মারাত্বক আকার ধারন করেছে অনলাইন জুয়া খেলা। এই মারাত্বক জুয়ার আসক্তির নাম 1xbet এবং IPL.

এই ভয়াল অনলাইন জুয়ার নেশায় ধ্বংস হচ্ছে উঠতি বয়সী যুব সমাজ, পাশাপাশি ধ্বংস হচ্ছে উঠতি বয়সী যুবকদের লেখাপড়া। অনেকে জুয়ার টাকা জোগাড় করতে বেছে নিচ্ছে চুরি ও ছিনতাইয়ের মতো মারাত্বক অপরাধের পথ, ফলে সমাজে বিরাজ করছে এক ধরনের অস্থিরতা। টাকা পয়সা অনলাইন জুয়ায় নষ্ট করে পারিবারিকভাবে অশান্তিতে ভুগছে, বাড়ছে পারিবারিক কলহ। চরমভাবে বিপদগামী হচ্ছে তারা এই সর্বনাশা জুয়ার টাকার জোগাড় করতে। রাষ্ট্রীয়ভাবে এই জুয়া বন্ধ না করতে পারলে অচিরেই ধ্বংস হবে উঠতি বয়সী যুবসমাজের লেখাপড়া, ফলে তাদের ভবিষ্যৎ যে অন্ধকারে নিমজ্জিত হবে তাতে কোনো সন্দেহ নাই।
এই অনলাইন জুয়া বন্ধ করতে রাষ্ট্রীয়ভাবে জরুরী পদক্ষেপ নেওয়া উচিৎ বলে মনে করেন সচেতন মহল।
বিষয়টি সরকারের উর্ধতন সহ প্রশাসনের সাইবার নিরাপত্তা বিভাগের দৃষ্টি আকর্ষণ করে সচেতন মহল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here