অবশেষে দখলমুক্ত হলো পাটকেলঘাটা ইজিবাইক ও মহেন্দ্র স্ট্যান্ড

0
0
জহর হাসান সাগরঃ অবশেষে আট মাস পর অবৈধ চাঁদাবাজারে কাছ হতে সাতক্ষীরার পাটকেলঘাটা ইজিবাইক ও মহেন্দ্র স্ট্যান্ড দখল মুক্ত হলো। স্ট্যান্ডটি নামধারী শ্রমিক নেতা সুমন কাগজীর কাছ হতে দখলমুক্ত হওয়ার কারনে স্বস্তির নিশ্বাস ফেলেছেন চালকরা।
প্রকাশ,তালা উপজেলার পাটকেলঘাটা ওভার ব্রীজ এলাকায় প্রতিদিন ৭০ টি মহেন্দ্র ও ১৪০ থেকে ১৬০ টি ইজিবাইক চলাচল করেন। এসকল ইজিবাইক ও মহেন্দ্র গুলোতে তালা হতে পাটকেলঘাটা,সাতক্ষীরা হতে পাটকেলঘাটা, কেশবপুরের হতে পাটকেলঘাটা যাত্রী আনায়ন করা হয়। তাই স্ট্যান্ডে রক্ষাণাবেক্ষন ও যাত্রীদের সুবিধার্থে গাড়ির সিরিয়াল নিয়ন্ত্রণ করার জন্য স্ট্যাটার এর জন্য দিন প্রতি ১০ টাকা করে নেওয়া হত। কিন্তু প্রায় ৮ মাস আগে এলাকার নামকরা চাঁদাবাজ সুমন কাগজী কিছু বখাটে পোলপান এনে স্ট্যান্ড দখল করে নেই। সে স্ট্যান্ড দখল করে শ্রমিকলীগের নাম ভাঙ্গিয়ে প্রতিদিন ২০-৩০ টাকা চাঁদা আদায় করতে থাকেন। এতে করে অসহায় চালকদের নাভিশ্বাস উঠতে থাকে।অবশেষে সেই অসহায় চালকদের নাভিশ্বাস হতে মুক্তি দিয়েছেন সাতক্ষীরা জেলা অটোরিক্সা ও অটোটেম্পু মালিক সমিতি খুলনা-২১৯৯।
তথ্য সূত্রে আরও জানাযায়,পাটকেঘাটা পারকুমিরা এলাকার ছেলে সুমন কাগজী এলাকায় জুড়ে প্রকাশ্য চাঁদাবাজি করেন। এমনকি সে তার প্রভাব বিস্তার করতে জেলা শ্রমিকলীগের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি করেন। তার চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্মের কারনে এলাকা হতে কয়েকবার বিতাড়িত হয়েছেন বলে জানাযায়।
সুমন কাগজীর চাঁদাবাজী হতে মুক্তি পেয়ে অধিকাংশ ইজিবাইক ও মহেন্দ্র চালকরা বলেন, প্রকাশ্য চাঁদাবাজ সুমন আমাদের স্ট্যান্ডটি ৮ মাস আগে দখল করে নেই। তারপর হতে সে প্রতিদিন চাঁদার হার বাড়াতে থাকেন। আমরা তার চাঁদার টাকা দিতে গিয়ে প্রায় নি:স্ব হয়ে যাচ্ছিলাম। অবশেষে সাতক্ষীরা জেলা অটোরিক্সা ও অটোটেম্পু মালিক সমিতি খুলনা-২১৯৯ কমিটির নেতৃবৃন্দ আমাদের ওই চাঁদাবাজ সুমনের হাত হতে রক্ষা করেছেন। এখন একটু শান্তিতে গাড়ি চালাতে পাড়ছি। আমরা চাই ইজিবাইক ও মহেন্দ্র স্ট্যান্ড টি অটোরিক্সা ও অটোটেম্পু মালিক সমিতির হাতে ন্যাস্ত থাকুক।
সাতক্ষীরা জেলা অটোরিক্সা ও অটোটেম্পু মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ মাসুম জানান, গত ৮ মাস ধরে পাটকেলঘাটা ওভার ব্রীজে থেকে ইজিবাইক ও মহেন্দ্র হইতে চাঁদাবাজ সুমন কাগজী ও তার বহিরাগত সঙ্গীরা অবৈধ ভাবে চাঁদা আদায় করে আসছিল। এই অনিয়ম স্থানীয় নেতাদের দৃষ্টিতে আসলে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সাতক্ষীরা জেলা শ্রমিকলীগের সাইফুল করিম সাবু ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক একটি নির্দেশনা প্রদান করেন। সেই নির্দেশনা মোতাবেক পাটকেলঘাটা থানার সভাপতি শহিদুল বিশ্বাস ওসাধারণ সম্পাদক বাবলুর রহমানের নেতৃত্বে অটোরিক্সা ও অটোটেম্পু মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ ও রাজিব বিশ্বাস এবং সাধারণ মালিক শ্রমিকরা এক হয়ে  গত মঙ্গলবার স্ট্যান্ডটি নিয়ন্ত্রণে নেন। এবং নিয়ন্ত্রণে নেওয়ার ফলে বিবেক টিভি নামক একটি অনলাইন পোটালে ভিত্তিহীন ও বানোয়াট সংবাদ প্রকাশ করেন চাঁদাবাজ সুমন কাগজী। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
থানা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক বাবলুর রহমান বলেন,সমুন কাগজী স্ট্যান্ডটি দখল করে সীমাহীন অনিয়ম দূর্ণীতি করতে শুরু করে। ৮ মাসে সে প্রায় ৩০-৪০ টি গাড়ি ভর্তি করেছে। ভর্তিকৃত গাড়ির জমাদানের টাকার কোন হিসেবে নেই। তাই আমরা স্ট্যান্ডটি অটোরিক্সা ও অটোটেম্পু মালিক সমিতির হাতে ন্যাস্ত করেছি। এখন স্ট্যান্ডটি অনিয়ম ও দূর্নীতি মুক্ত আছে। আর সুমন কাগজীকে শ্রমিকলীগ থেকে বহিষ্কার করা হয়েছে।
এবিষয়ে জেলা শ্রমিকলীগের সভাপতি সাইফুল কমির সাবু বলেন, সুমন কাগজী সম্প্রতি পাটকেলঘাটা ইজিবাইক ও মহেন্দ্র স্ট্যান্ডটি দখল করেছিল।পরে এখন শান্তি শৃঙ্খলা ফিরাতে একটি মালিক সমিতির নেতার স্ট্যান্ডটি নিয়ন্ত্রণে নিয়েছেন। সুমন কাগজীর বিরুদ্ধে শ্রমিকলীগের না ভাঙ্গিয়ে চাঁদাবাজির করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, শ্রমিকলীগের নামে কোথাও কোন চাঁদাবাজি হবে না। সুমন যদি শ্রমিক লীগের নামে চাঁদাবজি করে থাকে তাহলে আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নিব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here