সেলিম হোসেনের কবিতা সমগ্র “নীল বেদনার কাঁন্না”

0
0
নীল বেদনার কাঁন্না
(সেলিম হোসেন)
মাথার এক পাশে প্রচন্ড যন্ত্রনা,
উঠে দাঁড়ালেই টলে ওঠে
শরীরের সর্বাঙ্গ! দুড়মে মুচড়ে
ভেঙে গেছে আমার বুক;
মেঘের ভেলায় চেপে বৃষ্টি নামে রোজ আমার হৃদয় আকাশে।
চোখে কোণে জমা হওয়া বিস্তৃর্ণ্য জল রাশিরা তক্তোপোষের
 বালিশের গায়ে গড়াগড়ি খায়!
জালার পর্দা তুলে অবারিত
খোলা আকাশ দেখি,
সেখানেও গা ঘেষাঘেষি করে
দাঁড়িয়ে আছে কতেক
ছেঁড়াফাটা ভাঙা মেঘ।
 তোমার নরম শরীরে আজ ভীন
পুরুষের দখল,
আমি লাঞ্চিত হয়ে ফিরে এলাম
আপন নীড়ের খুপড়ি ঘরে।
বুকের মাঝে আজ শুধু লতা গুল্মহীন সাহারা মরুভুমি তেপান্তের মাঠ।
মৃত্যুর সঙ্গমে আমি প্রতি রাতে জন্ম দিয়ে চলেছি পৃথিবী ছেড়ে যাবার
তীব্র আর্তি! জলপ্রোপাতে ভেসে ভেসে
আমার কষ্ট গুলো আজও
 তোমাকে ছুঁয়ে যায় নিঃশব্দের সঙ্গপনে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here