যশোর থেকে সাতক্ষীরার মুন্সিগঞ্জ পর্যন্ত রেল লাইনের কাজ শুরু শীঘ্রই- রেলমন্ত্রী

0
2

সমাজের কন্ঠ ডেস্ক – যশোর জেলার নাভারন থেকে সাতক্ষীরা জেলার মুন্সীগঞ্জ পর্যন্ত রেললাইন স্থাপনের কাজের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংসদে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

 গত ১৪ই জুন, বুধবার জাতীয় সংসদের অধিবেশনে সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহর এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান রেল মন্ত্রী। নুরুল ইসলাম ‍সুজন বলেন, যশোর জেলার নাভারন থেকে সাতক্ষীরা জেলার মুন্সীগঞ্জ পর্যন্ত রেললাইন তৈরির পরিকল্পনা সরকারের আছে। ইতিমধ্যে সম্ভাব্যতা সমীক্ষার কাজ শেষ হয়েছে। সমীক্ষ‍া অনুযায়ী নাভারন থেকে সাতক্ষীরা এবং সাতক্ষীরা থেকে মুন্সীগঞ্জ পর্যন্ত রেললাইন তৈরির জন্য দুটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্প দুটি বাস্তবায়নের জন্য এক হাজার ৬৫৬ কোটি ২৪ লাখ এবং চার হাজার ২৯১ কোটি ৬১ লাখ টাকার প্রয়োজন হবে। টাকার সংস্থান সরকারিভাবে করা অসুবিধা হতে পারে মনে করে এরইমধ্যে বিদেশি অর্থায়নের সুবিধার্থে দুটি পিডিপিপি অনুদ‍ান হয়েছে। অর্থায়ন চূড়ান্ত হলেই এর বাস্তবায়ন শুরু হবে।

উল্লেখ্য, এ অঞ্চলে মানুষের দীর্ঘদিনে দাবি রেলাইন স্থাপন। ইতিপূর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই রেললাইন স্থাপনের প্রতিশ্রুতি দেন।
একদিকে পদ্মা সেতু, অন্যদিকে নাভারণ থেকে মুন্সীগঞ্জ রেললাইন স্থাপিত হলে সাতক্ষীরার সুন্দরবন কেন্দ্রীক পর্যটন শিল্পের বিকাশ ও অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ড অন্যরকম মাত্রা পাবে বলে অভিজ্ঞরা মনে করেন। এ অঞ্চলে বিপুল পরিমাণ কর্মসংস্থান ও কার্মচাঞ্চল্য সৃষ্টির জন্য যা বিশেষভাবে সহায়ক হবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here