সোহেল রানাঃ রাজশাহী প্রতিনিধি – রাজশাহী মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কর্মকর্তা/কর্মচারী এবং প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণের মধ্যদিয়ে মহান বিজয় দিবস-২০১৯ ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে পালিত হয়। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে অনুষ্ঠান কর্মসূচীর উদ্বোধন করা হয়। সকাল ৮.০০ ঘটিকায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ছাত্রীদের বিজয় দিবসের কুচকাওয়াজে অংশগ্রহন।
সকাল ১০.০০ঘটিকায় রাজশাহী মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজয়দিবসের উপর কুইজ প্রতিযোগীতা আয়োজন করা হয়। বেলা ১১.০০ ঘটিকা রাজশাহী মহিলা কারিগরি প্রশিক্ষন কেন্দ্রের অধ্যক্ষ জনাব মোঃ নাজমুল হক এর সভাপতিত্বে বিজয় দিবসের আলোচনায় অংশ নেন রাজশাহী মহিলা টিটিসির প্রশিক্ষক/ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। আলোচনা পর্বের একপর্যায়ে বিজয় দিবসের কুইজ প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে মুক্তিযুদ্ধ ও দিবস ভিত্তিক বই পুরস্কার তুলে দেন রাজশাহী মহিলা টিটিসির অধ্যক্ষ জনাব মোঃ নাজমুল হক।
সভাপতি ও রাজশাহী মহিলা টিটিসি’র অধ্যক্ষ জনাব মোঃ নাজমুল হক বলেন সমৃদ্ধি ও উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বঙ্গবন্ধুর সোনার বাংলাকে বাস্তবে রুপ দিতে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকল ক্ষেত্রে কাজ করার আহবান জানান। আলোচনা পর্ব শেষে মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের স্বরণে দোয়া মাহফিলের মাধ্যমে মহান বিজয়দিবসের কর্মসূচীর সমাপ্তি ঘোষণা করা