সাতক্ষীরার কালীগঞ্জে ট্রাকের সামনে ঝাঁপ দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

0
0

তরিকুল ইসলাম সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জে ট্রাকের সামনে ঝাপ দিয়ে শেখ মোশারফ হোসেন (৫৫) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। সে কালিগঞ্জ উপজেলার সোনাতলা গ্রামের আবদুল্লাহ শেখের ছেলে।

মঙ্গলবার (১১ মে) সকাল সাড়ে সাতটার দিকে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের তারালী রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।

নিহতের ছেলে রাকিবুল ইসলাম জানান, তার বাবা দীর্ঘদিন ধরে কালীগঞ্জ সাব রেজিস্ট্রি অফিসে কাজ করতেন। সম্প্রতি তিনি মানসিক ভাবে হতাশায় ভুগছিলেন।

জানা যায়, মঙ্গলবার ফজরের নামাজের পরে বাড়ি থেকে বের হন শেখ মোশারফ হোসেন। সকাল সাড়ে ৬ টার দিকে কালিগঞ্জ ডিগ্রী কলেজের পার্শ্ববর্তী তিন রাস্তার মোড়ে ট্রাকের নীচে ঝাপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। এ সময় চালকের সতর্কতায় দুর্ঘটনা থেকে বেঁচে যান। পরবর্তীতে তারালী মোড়ে এসে মাগুরা থেকে ধানকাটা শ্রমিক বহনকারী শ্যামনগরগামি একটি ট্রাকের নীচে ঝাপ দেয় সে। সাথে সাথে ধাক্কা খেয়ে মারাত্মক জখম হন তিনি। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক ডা. গোলাম মোস্তফা তাকে মৃত ঘোষণা করেন।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম মোস্তফা জানান, খবর পেয়ে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here