শহীদ আবরারের স্মরণে পলাশীর মোড়ে স্মৃতিস্তম্ভ নির্মান

0
0
সমাজের কন্ঠ ডেস্ক: বুয়েটছাত্র আবরার ফাহাদ স্মরণে পলাশীর মোড়ে স্তম্ভ তৈরি করলেন শিক্ষার্থীরা। আবরার ফাহাদ স্মৃতি সংসদের ব্যানারে এটি করা হলেও উপস্থিত কেউ বুয়েটের ছাত্র ছিল না।

শিক্ষার্থীরা জানান, ক্ষমতাসীন ছাত্র সংগঠনের কর্মীদের নির্মমতার শিকার হয়ে আবরার ফাহাদকে প্রাণ দিতে হয়। আর যেনো কোনও শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র নির্যাতন-নিপীড়ন না হয় এজন্যই এই স্তম্ভ।

পলাশীর মোড়ের ছোটো দেয়ালের উপর আটটি পিলার ও একটি ফলক দিয়ে নির্মিত হয়েছে এটি। সার্বভৌমত্ব, গণতন্ত্র, গনপ্রতিরক্ষা, সম্প্রীতি, অর্থনৈতিক স্বনির্ভরতাসহ মোট আটটি শব্দমালা নিয়ে তৈরি হয়েছে আটটি পিলার। আবরার স্মৃতি সংসদের নেতৃত্বে দেখা গেছে ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেনকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here