শার্শার `কায়বা ইউনিয়ন‘কে মডেল ইউনিয়নে পরিচিত করার কারিগর চেয়ারম্যান ‘টিংকু‘

0
0
কায়বা ইউনিয়ন চেয়ারম্যান ফিরোজ আহমেদ টিংকু শ্রমিকদের সাথে নিজের হাতেই সৌর বিদ্যুতের খুটি স্থাপন করছেন

ভ্রাম্যমান প্রতিনিধি (মোঃ রফিকুল ইসলাম) – যশোর জেলার শার্শা উপজেলার ৭নং কায়বা ইউনিয়ন‘কে মডেল ইউনিয়নে পরিচিত করার কারিগর চেয়ারম্যান ‘টিংকু‘। শার্শার কায়বা ইউনিয়ন চেয়ারম্যান ফিরোজ আহমেদ টিংকুর প্রচেষ্টায় বদলে গেছে ৭নং কায়বা ইউনিয়ন। পরিচিতি পেয়েছে মডেল ইউনিয়ন হিসাবে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী হওয়ার পর থেকে চেয়ারম্যান ফিরোজ আহমেদ টিংকুর উন্নয়নমুলক বিভিন্ন পদক্ষেপের ফলে কায়বা ইউনিয়নটি পরিচিতি পেয়েছে একটি মডেল ইউনিয়ন হিসাবে। পাশাপাশি তার বিভিন্ন পদক্ষেপে শুরু হওয়া কার্যক্রমে তিনি নিজেও শ্রমিকদের সাথে কাজে তদারকি করা সহ নিজেই নেমে পড়েন কাজে এজন্য ইউনিয়টিতে তার জনপ্রিয়তা ও গ্রহনযোগ্যতাও বেড়েছে আশানুরুপ। সাম্প্রতিক সময়ে স্থানীয় বাগুড়ি বেলতলায় সৌর বিদ্যুতের ৪০টি খুটি স্থাপনের কাজ দ্রুত সম্পন্ন করতে তিনি নিজেই শ্রমিকদের মাটি খোচা সহ সৌর বিদ্যুতের খুটি স্থাপনের কাজে অংশ নিয়ে এলাকার সকল মানুষের প্রশংসা কুড়ান। এলাকাবাসীর প্রত্যাশা তাদের ইউনিয়ন চেয়ারম্যান ফিরোজ আহমেদ টিংকু এভাবে এগিয়ে যেতে থাকলে আগামীতে আমাদের কায়বা ইউনিয়নটি শুধু নামেই পরিচিতি লাভ নই বরং মডেল ইউনিয়নের স্থায়ী পরিচিতি লাভ করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here