নিজস্ব প্রতিবেদক – অভয়নগর উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা ও দক্ষিনবঙ্গের ছাত্রসমাজের কাছে পরিচিত মূখ শেখ অলিয়ার রহমান। শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রেখে চলেছেন প্রতিনিয়ত। ২০১৬ সালে অভয়নগর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান পূর্ব বুইকরা সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি পদে নির্বাচিত হন বিপুল ভোটে। বিদ্যালয়ের শিক্ষার মান, পরিবেশের উন্নয়ন ও অবকাঠামো উন্নয়নের স্বীকৃতি স্বরুপ ২০১৭ সালে অভয়নগর উপজেলার শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হন। তার ব্যাক্তিগত সহযোগীতায় অন্তত ১০ জন মেধাবী শিক্ষার্থী বিভিন্ন স্কুল কলেজে অধ্যয়নরত আছেন। প্রতি বছর জাতীয় বৃক্ষরোপন সপ্তাহে স্কুল কলেজের শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে রাস্তায় রাস্তায় গাছের চারা রোপন করে বেড়ান তিনি। তাছাড়া তিনি নিজ উদ্যোগে নওয়াপাড়া হাসপাতাল রোড এলাকায় আধুনিক জ্ঞানভিত্তিক বয়স্ক শিক্ষা কার্যক্রম “তালপাতার পাঠশালা” শুরু করেছেন। এভাবেই প্রতিনিয়ত শিক্ষার বিস্তারে বিশেষ ভূমিকা রেখে চলেছেন তরুন এই শিক্ষানুরাগী। শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে সমাজ থেকে অশিক্ষা ও কুশিক্ষার অন্ধকার দূর করার জন্য সবাইকে অগ্রনী ভূমিকা পালনের আহবান জানিয়েছেন সাবেক এই ছাত্রনেতা।