অভয়নগরে দুর্নীতির দায়ে বরখাস্ত হলেন বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান বাবুল আক্তার

0
0
ফাইল ছবি

শেখ জাকারিয়া রহমান-যশোরের অভয়নগর উপজেলার বাঘুটিয়া ই্উনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল আক্তারের বিরুদ্ধে ভিজিডি’র চাল আত্মসাতের দায়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে গত মঙ্গলবার ১৪-৫-২০১৯)তাকে সাময়িক বরখাস্তের আদেশ জারি করেন। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগ ইপ-১ অধিশাখার স্মরক নং- ৪৬.০১৭.০২৭০০.০০.০২৮.২০১৪(অংশ-১),১৬২ এর উপসচিব মো: ইফতেখার আহমেদ চৌধুরি স্বাক্ষরিত প্রজ্ঞাপন মারফতে জানা যায়, চেয়ারম্যান বাবুল আক্তার ২০১৭-১৮ অর্থ বছরের ডিসেম্বর মাসে তার ইাউনিয়নের ২৬০ জন উপকার ভোগীর ভিজিডি প্রকল্পের ৭ হাজার ৮শ মে.টন চাল উত্তোলন করে তা উপকার ভোগীদের মাঝে বিতরণ না করে আত্মসাৎ করার অভিযোগে থানায় তার বিরুদ্ধে দন্ডবিধি-৪০৯ ধারায় দুর্নীতির দায়ে ১৯৪৭ এর ৫ (ডি) ধারায় মামলা হয়। মামলা নং ১১ তারিখ ১৬-০১-২০১৯। মামলাটি আদালত আমলে নেওয়ায় ইউনিয়ন পরিষদে ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচিন নয় মর্মে সরকার মনে করে। এ কারনে চেয়ারম্যান বাবুল আক্তারের কার্যক্রম ইউনিয়ন পরিষদ ও জনস্বার্থ বিরোধী বিবেচিত হওয়ায় তাকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইনের ধারা ৩৪(১) অনুযায়ী তাঁর স্বাীয় পদ থেকে সময়িক ভাবে বরখাস্ত করা হলো। এ ব্যপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:শাহীনুজ্জামান বলেন, মন্ত্রনালয়ের প্রজ্ঞাপন হাতে পেয়েছি। চেয়ারম্যান বাবুল আক্তারকে বিষয়টি অবহিত করা হয়েছে এবং উক্ত ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ৯নং ওয়ার্ডের সদস্য শেখ গোলাম হোসেন কে অদ্য (১৬-৫-২০১৯) থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here