জহর হাসান সাগরঃ সাতক্ষীরার তালায় সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা মহা অষ্টমী ও কুমারী পূজার মধ্য দিয়ে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পালিত হচ্ছে।
উপজেলার তালা উপজেলার দুটি থানাধীন এলাকায় ১৯৪ টি পূজা মন্ডপ গুলোতে পুলিশ প্রশাসন,আনসার সদস্য, গ্রাম পুলিশসহ মোট ৫ স্তরের বিশেষ নিরাপত্তার বলায়ের বেষ্টনী তৈরী করেছেন আইন শৃঙ্খলা বাহিনী। এর পাশাপাশি পূজা মন্ডপ গুলো পরিদর্শন করে কুশল বিনিময় করছেন, জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি ইজ্ঞি: শেখ মুজিবুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার,উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ^াস,তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাংবাদি এসএম নজরুল ইসলাম,তালা থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফখরুল আলম খান,তালা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড.মোহাম্মাদ হোসেন,উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি নারায়ন চন্দ্র মজুমদার সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
তালা থানার অফিসার ইনচার্জ(ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান জানান, উপজেলার ১৯৪ টি পূজা মন্ডপে পুলিশ প্রশাসন সহ আনসার ভিডিপির সদস্যরা সর্বক্ষণ অবস্থান করছেন। এর পাশাপাশি সাদা পোশাকধারী পুলিশের বিশেষ বাহিনী গোপনে ও প্রকাশ্য টহলরত আছেন। কোন প্রকারের অপ্রীতিকর ঘটনা ঘটতে দেওয়া হবে না।