তালায় শারদীয় দূর্গা উৎসব সম্পন্ন

0
0
জহর হাসান সাগরঃ সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব এই শারদীয় দূর্গা পূজা। ষষ্ঠী পূজা দিয়ে শুভ সূচনার পর  সপ্তমী, মহাঅষ্টমী,  নবমী ও বিজয় দশমীর মধ্য দিয়ে মহা উৎসবে পালন করা হয়  এই শারদীয় দূর্গা পূজা। সাতক্ষীরার  তালা উপজেলা প্রশাসন ও তালা থানা পুলিশের কঠোর ব্যবস্থাপনায় পুলিশ বাহিনী, আনছার বাহিনী, গ্রাম পুলিশের সহযোগিতায় কঠোর নিরাপত্তা বজায় রেখে  এবং পূজা মন্ডপের আশপাশ এলাকার সকল শ্রেণির মানুষের অসাম্প্রদায়িক চেতনার সহযোগিতায়,  কোন প্রকার সহিংসতা বা ঝামেলা ছাড়ায় পালিত হয়েছে উৎসবটি। উৎসব পালনে  তালা বাজার সংলগ্ন,  মেলা বাজার কপোতাক্ষ নদীর পাড়ে আয়োজন করা হয় প্রতিমা বিসর্জ্জন মেলা। যেখানে তালা উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে প্রতিমা নিয়ে আসা হয় একসাথে সবগুলো বিসর্জ্জন দেয়ার জন্য  এবং একটি মহামিলন মেলায় পরিনত করতে। সবশেষে প্রতিমা বিসর্জ্জনের মধ্য দিয়ে সম্পন্ন করা হয় শারদীয় দূর্গা পূজা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here