জহর হাসান সাগর- তালা প্রতিনিধি সাতক্ষীরা:
তালায় প্রেমিকার বাড়িতে গিয়ে নিজ শরীরে পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে গোপালপুর গ্রামের সন্তোষ দের ছেলে প্রেমিক বিশ্বজিৎ দে (২২)।ঘটনাটি ঘটেছে আজকে (শনিবার) সকাল আনুমানিক ১০টার দিকে হরিশচন্দ্রকাটি গ্রামের ঝষিপল্লীতে ।
সুত্রে জানা যায় , উপজেলার হরিশচন্দ্রকাটি গ্রামের এক কিশোরীর প্রেমের সম্পর্ক হয় বিশ্বাজিৎতের । বেশ কিছু দিন যাবৎ ওই প্রেমিকার সাথে বিশ্বজিৎতের মনোমালিল্য হওয়ায় শুক্রবার বিশ্বজিৎ প্রেমিকার বাড়িতে কয়েকজন বন্ধুকে পাঠায় । এ সময় প্রেমিকার বাড়ির লোকজন তার বন্ধুদের মারধর করে। এ ঘটনার পরে আজকে শনিবার বিশ্বজিৎ তার প্রেমিকার বাড়িতে গিয়ে নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে।পরে নিজের জীবন বাঁচাতে পাশের পুকুরে লাফ দেই । পরবর্তিতে স্থানীয় এলাকাবাসী তাকে উদ্ধার করে তালা হাসপাতালে ভর্তি করে ।
তালা হাসপাতালের ডা. রাজীব জানান,বিশ্বজিৎ প্রাণে বেঁচে গেলেও তার শরীরের প্রায় ৫০ শতাংশ পুড়ে গেছে । আমরা প্রাথমিক চিকিৎসা প্রদান করে খুলনা মেডিকেল হাসপাতালে প্রেরণ করেছে ।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত পুর্বক ব্যবস্থা নেওয়া হবে।